ছুটির দিনে জমজমাট স্মার্টফোন ও ট্যাব মেলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় দিনের মতো চলছে স্মার্টফোন ও ট্যাব মেলা।

শুক্রবার (১১ জানুয়ারি) ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

বিক্রেতারা বলছেন, গতকালের চেয়ে আজকে ভিড় বেশি। তবে বেচাবিক্রি কম। দর্শনার্থীরা আসছেন, দেখে শুনে চলে যাচ্ছেন। মেলার দ্বিতীয় দিনের শেষ ভাগে বেচাবিক্রি ভালো হবে বলে প্রত্যাশা এসব ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১২ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত।

বিজ্ঞাপন

মেলায় মূল্য ছাড়, গিফটসহ নানা সুবিধা নিয়ে হাজির হয়েছে দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো। তার মধ্যে উল্লেখযোগ্য সামস্যাং, ভিভো, উই, নোকিয়া, টেকনো, মটোরোলা ইত্যাদি।

তবে এসব ছাড়ে খুশি নন অনেক দর্শনার্থী। দর্শনার্থীদের একজন সামিউল হক। এসেছেন বাড্ডা থেকে। তিনি বলেন, ‘আইফোনের মতো ব্র্যান্ড মেলায় মাত্র ১ হাজার টাকা ছাড় দেয়। ১ লাখ ২৫ হাজার টাকায় ১ বা ২ হাজার টাকা কোনো ছাড় হলো?’