গবেষণা-কেনাকাটা সহজ করতে নতুন এআই আনছে গুগল

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন এআই আনছে গুগল/ছবি: সংগৃহীত

নতুন এআই আনছে গুগল/ছবি: সংগৃহীত

কম্পিউটার ব্রাউজারে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করতে চলেছে টেক জায়ান্ট গুগল। এই কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিটার ব্যবহারকারীদের গবেষণা কাজ ও শপিংকে (কেনাকাটা) আরো সহজ করে তুলবে।

এই কৃত্রিম বুদ্ধিমত্তার নাম দেওয়া হয়েছে, ‘প্রজেক্ট জারভিস’।

বিজ্ঞাপন

রোববার (২৭ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, শনিবার এক প্রতিবেদনে জানা গেছে, গুগল কম্পিউটার ব্যবহারকারীদের গবেষণা কাজ ও কেনাকাটা আরো সহজ করতে শিগগিরই ব্রাউজারে নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করতে যাচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে- প্রজেক্ট জার্ভিস।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ এই প্রযুক্তি কম্পিউটার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন বলে প্রকল্পের সঙ্গে যুক্তরা এ ধারণা দিয়েছেন।

এর আগে চলতি বছরের জুলাই মাসে রয়টার্স আরেকটি প্রতিবেদনে জানিয়েছিল, মাইক্রোসফট চাইছে, ওপেন এআইয়ের (মুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা) মাধ্যমে ‘সিইউএ’ (কম্পিউটার-ইউজিং এজেন্ট) স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার ব্যবহারকারীদের কাজে সহযোগিতা করবে।

‘অ্যান্থ্রোপিক’ ও ‘গুগল’ চেষ্টা করে যাচ্ছে, এমন একটি এজেন্ট কনসেপ্ট তৈরি করার, যা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার ব্রাউজার ব্যবহারকারীর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হবে।