ক্যাসপারস্কি’র নতুন সংযোজন ‘থ্রেট ল্যান্ডস্কেপ’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যাসপারস্কি’র নতুন সংযোজন ‘থ্রেট ল্যান্ডস্কেপ’

ক্যাসপারস্কি’র নতুন সংযোজন ‘থ্রেট ল্যান্ডস্কেপ’

থ্রেট ইন্টেলিজেন্স পোর্টালে একটি নতুন ‘থ্রেট ল্যান্ডস্কেপ’ বিভাগ যুক্ত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ক্যাসপারস্কি। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবসময় সাইবার হুমকির বা হামলার সর্বশেষ রিয়েল টাইম তথ্য পাবে। একইসাথে ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য হামলাকারী, হামলার পদ্ধতি এবং হামলায় যে ধরণের ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে তার সর্বশেষ তথ্য জানতে পারবে এই বিভাগে। ক্রমবর্ধমান অত্যাধুনিক হামলা বা হুমকির বিরুদ্ধে সুরক্ষিত থাকতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাইবার সিকিউরিটি সল্যুশনগুলোকে শক্তিশালী করার কথা বলেছে ক্যাস্পারস্কি।

অত্যাধুনিক সাইবার আক্রমণের যুগে, সুরক্ষা দলগুলির পক্ষে দ্রুত হুমকির প্রতিক্রিয়া জানানো ও অগ্রাধিকার দেওয়া কঠিন হয়ে পরে। এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি গ্রুপের মতে, চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে সাইবার নিরাপত্তাকে হুমকি হিসেবে গ্রহণ করে থাকে। কার্যকর সাইবার সিকিউরিটি সল্যুশনের ক্ষেত্রে ঝুঁকিগুলো সনাক্ত করতে শক্তিশালী সিকিউরিটি সল্যুশন প্রয়োজন।

বিজ্ঞাপন

ক্যাসপারস্কির থ্রেট ইন্টেলিজেন্স পোর্টফোলিওতে থ্রেট অ্যানালাইসিস, লুকআপ, ডেটা ফিড, রিপোর্টিং, ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্স এবং ইনফ্রাস্ট্রাকচার ট্র্যাকিংসহ প্রতিষ্ঠানের নিরাপত্তা বিষয়ক পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়। নতুন থ্রেট ল্যান্ডস্কেপ বিভাগটি এমআইটিআরই এটিটি অ্যান্ড সিকে ব্যবহার করে জিওগ্রাফি, ইন্ডাস্ট্রি, প্ল্যাটফর্ম, এক্টর প্রোফাইল, সফ্টওয়্যার, কৌশল ও পদ্ধতি (টিটিপি) এর উপর ভিত্তি করে হামলা সম্পর্কিত ডেটা সরবরাহ করে। নতুন বিভাগটি ব্যবহারকারীদের হামলার সম্ভাব্য তথ্য সরবরাহ করবে এবং ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে।

২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ক্যাসপারস্কি তাদের উন্নত সিস্টেম ব্যবহার করে রিয়েল-টাইমে লাখ লাখ ফাইল বিশ্লেষণ করছে। ক্যাসপারস্কি সিকিউরিটি নেটওয়ার্ক (কেএসএন), ওয়েব ক্রলার এবং এমনকি ডার্ক ওয়েব সহ একাধিক উত্স থেকে ডেটা সংগ্রহ করেছে। এটি করার মাধ্যমে, ক্যাসপারস্কি সাইবার অপরাধী প্রোফাইল এবং সফ্টওয়্যার হামলাগুলোর একটি বিস্তারিত ডাটাবেস তৈরি করেছে। এই তথ্য সর্বদা আপ টু ডেট থাকে। একইসাথে কোম্পানিগুলো সর্বশেষ হুমকি সম্পর্কে অবহিত থাকতে এবং সাইবার হামলা থেকে নিজেদের রক্ষা করতে সহায়তা করে।

ক্যাসপারস্কি’র হেড অব টেকনোলজি সলিউশনস প্রোডাক্ট লাইন আনাতোলি সিমোনেনকো বলেন, “আমাদের প্রতিষ্ঠান ক্যাসপারস্কির সাইবার থ্রেট গবেষণার ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এবং আমরা এটি আমাদের গ্রাহকদের সাথে শেয়ার করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো, হামলার ধরণ ও কৌশল বোঝার মাধ্যমে সাইবার সমস্যা দেখা দেওয়ার আগেই সম্পদ ও আইটি সিস্টেম রক্ষা করতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমাদের থ্রেট ইন্টেলিজেন্স পোর্টালের নতুন ফিচার একটি কার্যকর সাইবার নিরাপত্তা কৌশল তৈরি করতে এবং হামলাকারীরা তা কাজে লাগানোর আগেই নিরাপত্তা ফাঁকগুলো শনাক্ত করতে সহায়তা করবে।”

ক্যাসপারস্কি’র থ্রেট ইন্টেলিজেন্স সম্পর্কে আরও জানতে ভিজিট করুন তার ওয়েবসাইট।