বিশ্বের অন্যতম শীর্ষ ধনীর আইফোন নিয়ে ভয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ওয়ারেন বাফেট, ছবি: সংগৃহীত

ওয়ারেন বাফেট, ছবি: সংগৃহীত

ওয়ারেন বাফেট বিশ্বের শীর্ষ ধনীদের একজন, স্টক মার্কেটের একটি পরিচিত নাম এবং বিনিয়োগ খাতে যার অনন্য সাফল্য। তার বিনিয়োগের সিংহ ভাগই অ্যাপলে। তাই একবার অ্যাপল প্রধান বাফেটকে একজন মহান শিক্ষক হিসিবে আখ্যায়িত করেন। কিন্তু এবার বাফেটকে আইফোন চালানো শেখালেন অ্যাপল প্রধান এমনটাই জানালেন তিনি এক সাক্ষাৎকারে।

ইয়াহুর সঙ্গে এক সাক্ষাৎকারে বাফেট বলেন, 'আমি ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম এবং টিম কুক খুবই ধৈর্য সহকারে আমাকে আইফোন চালানো শেখানোর চেষ্টা করছিলেন। যদিও আমি এর অনেক কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু সে হাল ছাড়েনি।'

বাফেট জানান, তিনি আইফোন ভয় পান। মানুষ যখন তার আইফোনে কল করে তখন তিনি উদ্বিগ্ন হয়ে যান এবং চিন্তিত হয়ে পড়েন।

তার ভাষায়, 'আমি ভয় পাব, যদি এটি (আইফোন) বেজে ওঠে এবং আমি জানি না কিভাবে এটি চালাতে হয়।'

ইয়াহুর সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, আইফোনকে বোঝা তার ব্যর্থতা ছিল। আর টিম হচ্ছে একজন অদ্ভুত ব্যক্তি এবং আইফোন একটি অবিশ্বাস্য পণ্য।

সম্প্রতি সিএনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বাফেট জানান, তিনি দীর্ঘদিন ধরে স্যামসাংয়ের ফ্লিপ ফোন ব্যবহার করেছেন। পরবর্তীতে বাজারে অ্যাপলের নতুন ফোন আসলে তিনি আইফোন ১১ নেন।

তখন আইফোন ১১ নিয়ে তিনি জানান, এটি শুধুই তার কাছে একটি ফোন। এই ডিভাইস দিয়ে তিনি শুধু ফোনকল করেন। এছাড়া এর অন্যকোন ফিচার ব্যবহার করেন না।