অভিনব নকশার ডিসপ্লে ফোন আনবে এলজি

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্মার্টফোনের ডিজাইনে নতুনত্ব এসেছে। সম্প্রতি স্যামসাং স্মার্টফোনের বাজারে তাদের গ্যালাক্সি ফোল্ডেবল ফোন ছেড়ে একটি নতুন অধ্যায় যোগ করেছে। তবে এবার এলজি তাদের ইউনিক ডিজাইনের ঘুরানো যাবে এমন ডিসপ্লের ফোন তৈরির কথা জানিয়েছে।

সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, প্রযুক্তি নির্মাতা এলজি অভিনব প্রযুক্তির টি-শেপ ডিজাইনের ডুয়াল স্ক্রিনের ফোন তৈরি করছে। ফোনটির কোড নামে হচ্ছে 'উইং'। এর দুইটি ডিসপ্লের মধ্যে একটি ডিসপ্লেকে সমান্তরালে বাঁকানো যাবে। অর্থাৎ ফোনটিকে দেখতে ইংরেজি 'টি' বর্ণের মত দেখা যাবে।

বিজ্ঞাপন

এলজির অভিনব ডিজাইনের এই ফোনটি এবছরের মধ্যেই ছাড়ার পরিকল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে, এলজির ফোনটির নাম হবে এলজি উইং।

কোরিয়ান ভিত্তিক সংবাদমাধ্যম ইটিনিউজের প্রতিবেদন অনুযায়ী, এলজি উইং নামের একটি ফোন নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। এর ডুয়াল স্ক্রিনের মধ্যে প্রাইমারি স্কিন হচ্ছে ৬.৮ ইঞ্চির এবং সেকেন্ডারি ডিসপ্লেটি হচ্ছে ৪ ইঞ্চি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, এই ডিভাইসটিতে একটি ডিসপ্লেতে ছবি ওপেন করা যাবে এবং অপর ডিসপ্লেতে ছবি এডিটিংয়ের ফাংশনগুলো দেখা যাবে।

সূত্র: জিসমোচীনা