বিশ্বে সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোন স্যামসাংয়ের

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির জন্য জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান স্যামসাং। তারই ধারাবাহিকতায় এবার বছরের প্রথমার্ধেই সর্বাধিক বহুল বিক্রির খেতাব অর্জন করল গ্যালাক্সি এ৫১।

স্ট্র‍্যাটেজি অ্যানালিটিক্সের এক রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ৫১ এবছরের প্রথমার্ধের বেস্ট সেলিং অ্যান্ড্রয়েড স্মার্টফোন। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ৬০ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে ছেড়েছে। যা তাদের ২.৩ শতাংশ মার্কেট শেয়ার অর্জনে সাহায্য করবে। আর স্যামসাং গ্যালাক্সি এ৫১ ফোনটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। এরমধ্যে ইউরোপ এবং এশিয়ায় বেশি জনপ্রিয়তা লাভ করেছে।

বিজ্ঞাপন

সর্বোচ্চ বিক্রিত দ্বিতীয় স্মার্টফোনের তালিকায় আছে রেডমি ৮। চীনের তৈরি এই স্মার্টফোন ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। পাশাপাশি ইউরোপেও এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

তৃতীয় বিক্রিত স্মার্টফোনের মধ্যে রয়েছে স্যামসাংয়ের আরও একটি ডিভাইস গ্যালাক্সি এস২০ প্লাস। যার ১.৭ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। এবছরের প্রথমার্ধে টপ সিক্স অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এটি একমাত্র প্রিমিয়াম ফোন হিসেবে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ১.৬ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে গ্যালাক্সি এ১০ এস এবং শাওমি রেডমি নোট৮।

আর ১.৪ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ২০ এস।

স্ট্র‍্যাটেজি অ্যানালাইটিক্সের অ্যাসোসিয়েট ডিরেক্টর জুহা উইন্টার জানান, বিশ্বব্যাপী নতুন মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চাহিদা বেড়েছে। তবে মানুষ এখন সাশ্রয়ী মূল্যে ভালো কনফিগারেশনের ফোনের দিকে বেশি ঝুঁকছে।

সূত্র: গ্যাজেটস নাও