ব্যবসা ছেড়ে এবার জনকল্যাণে কাজ করবেন জ্যাক মা

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জ্যাক মা, ছবি: সংগৃহীত

জ্যাক মা, ছবি: সংগৃহীত

চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার সাবেক নির্বাহী প্রধান জ্যাক মা এবার সফট ব্যাংক গ্রুপ ক্রোপ থেকে অবসর নিলেন। এর আগে গত সেপ্টেম্বরে তিনি আলিবাবার প্রধান নির্বাহী পদ থেকে অবসর নেন। মূলত মানব কল্যাণে কাজ করার জন্য নিজেকে উসর্গ করতে এই পদক্ষেপ নিয়েছেন জ্যাক মা।

সোমবার (১৮ মে) সফট ব্যাংক গ্রুপ ক্রোপ জানায়, আলিবাবার কো-ফাউন্ডার জ্যাক মা ক্রোপের বোর্ড থেকে অবসরে যাবেন। তার স্থলাভিষিক্তকরণ হবে অন্যতম স্বনামধন্য নির্বাহী প্রধান মাসায়োশি সন।

সম্প্রতি করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশে দেশে যখন স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকট দেখা দিয়েছে তখম জ্যাক মা এগিয়ে এসেছেন।

তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় সাহায্য হিসেবে ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট এবং ৩৬ হাজার পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট), ভেন্টিলেটরসহ থার্মোমিটার এশিয়ার ১০ টি দেশে পাঠিয়েছেন। এরমধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, লাওস, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ইত্যাদি।


সূত্র: হিন্দস্তান টাইমস