চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার সাবেক নির্বাহী প্রধান জ্যাক মা এবার সফট ব্যাংক গ্রুপ ক্রোপ থেকে অবসর নিলেন। এর আগে গত সেপ্টেম্বরে তিনি আলিবাবার প্রধান নির্বাহী পদ থেকে অবসর নেন। মূলত মানব কল্যাণে কাজ করার জন্য নিজেকে উসর্গ করতে এই পদক্ষেপ নিয়েছেন জ্যাক মা।
সোমবার (১৮ মে) সফট ব্যাংক গ্রুপ ক্রোপ জানায়, আলিবাবার কো-ফাউন্ডার জ্যাক মা ক্রোপের বোর্ড থেকে অবসরে যাবেন। তার স্থলাভিষিক্তকরণ হবে অন্যতম স্বনামধন্য নির্বাহী প্রধান মাসায়োশি সন।
সম্প্রতি করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশে দেশে যখন স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকট দেখা দিয়েছে তখম জ্যাক মা এগিয়ে এসেছেন।
তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় সাহায্য হিসেবে ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট এবং ৩৬ হাজার পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট), ভেন্টিলেটরসহ থার্মোমিটার এশিয়ার ১০ টি দেশে পাঠিয়েছেন। এরমধ্যে আফগানিস্তান, বাংলাদেশ, লাওস, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ইত্যাদি।
সূত্র: হিন্দস্তান টাইমস
হঠাৎ বৃষ্টিতে স্মার্টফোন ভিজে যাওয়ার মতো সমস্যা সমাধান নিয়ে এলো ভিভো। দেশে এসেছে ভিভোর ভি সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ ফাইভজি। টানা ত্রিশ মিনিট ভিজলেও স্মার্টফোনটির কিছু যাবে আসবে না!
আইপি৬৮ এবং আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স প্রযুক্তি রয়েছে ভিভো ভি৪০ ফাইভজিতে। এতে বৃষ্টির পানিতে ভেজা শুধু নয়, পানিতে পড়ে গেলেও নীরব হবে না ভিভো ভি৪০ ফাইভজি। দেড় মিটার মিঠা পানিতে ত্রিশ মিনিট পর্যন্ত ডুবে গেলেও সরব থাকবে স্মার্টফোনটি।
৬ অক্টোবর থেকে ভিভো যেকোনো শো-রুম বা ইস্টোর থেকে সংগ্রহ করা যাবে নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ ফাইভজি। স্মার্টফোনটিতে রয়েছে জাইসের ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা লেন্স, জাইস সিনেম্যাটিক পোর্ট্রেট ভিডিও, জাইস স্টাইল বোকেহ, জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট, ১২০ হার্জ রিফ্রেশ রেটের থ্রিডি কার্ভড ডিসপ্লে, ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি, ৮০ ওয়াটের ফ্লাশ চার্জার এবং আইপি৬৮ এবং আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্টেন্স প্রযুক্তি।
ভিভো-জাইস এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের যৌথ প্রচেষ্টায় প্রথমবারের মতো ভি সিরিজে ক্যামেরায় ব্যবহৃত হয়েছে জাইসের লেন্স। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস ১৭৮ বছর ধরে অপটিকস প্রযুক্তি নিয়ে কাজ করছে। ভিভোর সবচেয়ে স্লিম ডিজাইনের স্মার্টফোন ভিভো ভি৪০ ফাইভজি। পুরুত্ব মাত্র ৭.৫৮ মি মি এবং ওজন মাত্র ১৯০ গ্রাম।
১২ জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে ভিভো ভি৪০ ফাইভজিতে। ব্যাকসাইডে রয়েছে গ্লাস ব্যাককভার ম্যাটেরিয়াল এবং লক আনলকের জন্য ডিসপ্লেতেই রয়েছে ইনডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাক সাইডে জেমিনি রিং ডিজাইনের ক্যামেরা মডিউলের সাথে দুইটি রঙে পাওয়া যাবে ভিভো ভি৪০ ফাইভজি। একটি নেবুলা পার্পল এবং অপরটি মুনলাইট হোয়াইট।
ভি৪০ ফাইভজি দাম পড়বে ৬২ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটি কিনলেই গিফট হিসেবে থাকছে রিরো ডব্লিউ১ প্রো স্মার্ট ওয়াচ, যার দাম ৪ হাজার ৭৯৯ টাকা। সাথে আরো থাকছে এক্সক্লুসিভ গিফট প্যাক ও পোস্টার কার্ড। অফারটি চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
স্মার্টফোনে পোর্ট্রেট ও সিনেম্যাটিক ভিডিও-ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ভিভো ভি৪০ ফাইভজি। সোমবার থেকে শুরু হয়েছে ভিভো ভি৪০ ফাইভজি এর প্রি-অর্ডার। যা চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
ভিভো-জাইস এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের যৌথ প্রচেষ্টায় প্রথমবারের মতো ভি সিরিজে ক্যামেরায় ব্যবহৃত হয়েছে জাইসের লেন্স। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস ১৭৮ বছর ধরে অপটিকস প্রযুক্তি নিয়ে কাজ করছে।
ভি৪০ ফাইভজি প্রি-অর্ডার করলে গিফট হিসেবে থাকছে রিরো ডব্লিউ১ প্রো স্মার্ট ওয়াচ (দাম ৪ হাজার ৭৯৯ টাকা), এক্সক্লুসিভ গিফট প্যাক ও পোস্টার কার্ড। স্মার্টফোনটির দাম পড়বে ৬২ হাজার ৯৯৯ টাকা।
ভিভো ভি৪০ ফাইভজির বিশেষত্ব হলো এর জাইস সিনেম্যাটিক পোর্ট্রেইট ভিডিও ফিচার। ভিডিওতে নান্দনিক সিনেমা কোয়ালিটি আনতে এতে রয়েছে জাইস ফোকাস ট্রানজিশন এবং জাইস সিনেম্যাটিক ভিডিও বোকেহ। এই দুইটি ফিচারের সাহায্যে সাবজেক্টের দিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফোকাস ধরে রেখে সিনেমাটিক আবহ তৈরি করতে পারবে স্মার্টফোনটি।
জাইস সিনেমাটিক স্টাইল বোকেহ, জাইস সিনে-ফ্লেয়ার পোর্ট্রেট, জাইস বায়োটার স্টাইল বোকেহ, জাইস প্ল্যানার স্টাইল বোকেহ, জাইস ডিস্টাগন স্টাইল বোকেহ, জাইস সোনার স্টাইল বোকেহ ও জাইস বি-স্প্রিড স্টাইল বোকেহ- এই সাতটি বোকেহ ইফেক্টে সিনেম্যাটিক ভিডিও ধারণের সুযোগ রয়েছে ভিভো ভি৪০ ফাইভজিতে। সাথে রয়েছে মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার। এতে একটি নির্দিষ্ট ফ্রেমে থেকে ২৪ মি মি, ৩৫ মি মি, ৫০ মি মি- এই তিনটি ফোকাল লেন্থে প্রফেশনাল ক্যামেরার মতই ছবি বা ভিডিও ধারণ করা যাবে।
৫০ মেগাপিক্সেল জাইস আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা থাকছে ভিভো ভি৪০ ফাইভজিতে। এছাড়াও, এআই অরা লাইট পোর্ট্রেইট ফিচার এর পাশাপাশি ইনডোর ও ব্যাকলিট পরিস্থিতিতে ছবি তোলার জন্য রয়েছে আপগ্রেডেড ‘এআই থ্রিডি স্টুডিও লাইটিং’।
৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি থাকলেও ভিভোর সবচেয়ে স্লিম ডিজাইনের স্মার্টফোন ভিভো ভি৪০। পুরুত্ব মাত্র ৭.৫৮ মি মি। ওজন মাত্র ১৯০ গ্রাম। প্রিমিয়াম থ্রিডি কার্ভড স্ক্রিনটি মূলত ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ২৮০০ * ১২৬০। ডিসপ্লেটির লোকাল পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ।
৮০ ওয়াটের ফ্লাশ চার্জিং প্রযুক্তি থাকছে ভিভো ভি৪০ ফাইভজিতে। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে মিলবে দ্রুত ও স্মুদ পারফরম্যান্স। ১২ জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে ভিভো ভি৪০ ফাইভজিতে। এছাড়া রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি।
ভিভো ভি৪০ ফাইভজিতে থাকছে গ্লাস ব্যাককভার ম্যাটেরিয়াল এবং ইনডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাক সাইডে জেমিনি রিং ডিজাইনের ক্যামেরা মডিউলের সাথে দুইটি রঙে পাওয়া যাবে ভিভো ভি৪০ ফাইভজি; নেবুলা পার্পল ও মুনলাইট হোয়াইট।
দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি'র আয়োজনে অনুষ্ঠিত হলো ডেভেলপারদের মিলনমেলা ‘বিডিঅ্যাপস কানেক্ট: এনগেজ অ্যান্ড ইনোভেট ২০২৪’। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে রবি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে সারাদেশ থেকে অংশগ্রহণ করেন বিডিঅ্যাপস’র ২০২৪ সালের সেরা ৫০ জন ডেভেলপার।
আয়োজনটিতে ছিল দিনব্যাপী আলোচনা, উদ্ভাবনী কার্যক্রম ও নেটওয়ার্কিং। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অ্যাপ আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা দলভিত্তিক অ্যাপ আইডিয়া উপস্থাপন করেন। রেলওয়ে খাতে উদ্ভাবিত সেরা আইডিয়ার জন্য ‘টিম পাওয়ার রেঞ্জার্স’ প্রথম স্থান অধিকার করে এবং সেরা পারফর্মার নির্বাচিত হন সুমিত সিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রবি আজিয়াটা পিএলসি'র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং জেনারেল ম্যানেজার (ডিজিটাল ভ্যাস ও নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল ড্রপআউটস-এর প্রতিষ্ঠাতা রাফায়াত রাকিব। তিনি তার অনুপ্রেরণামূলক যাত্রা এবং এই শিল্পের বিভিন্ন দিক-নির্দেশনা উপস্থাপন করে ডেভেলপারদের আগামীর পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন।
ডেভেলপারদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে শিহাব আহমেদ বলেন, বিডিঅ্যাপস কমিউনিটির প্রতিটি সদস্যকে নিয়ে আমরা গর্বিত। তাদের সৃষ্টিশীলতায় আমরা এক নতুন ডিজিটাল সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি। এই প্ল্যাটফর্মটি ডেভেলপারদের একত্রিত করার একটি মঞ্চ হিসেবে কাজ করছে। এতে নতুন নতুন উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমাদের সমাজ আরও শক্তিশালী হবে।
বিডিঅ্যাপস দেশের একটি অ্যাপ স্টোর ও এপিআই হাব, যা কনটেন্ট প্রোভাইডার ও অ্যাপ্লিকেশন ডেভেলপারদের তাদের উদ্ভাবন থেকে উপার্জন করতে সহায়তা করছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে ৫০ হাজারের বেশি ডেভেলপার এবং এক লাখেরও বেশি অ্যাপ রয়েছে।
সারাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনা তদন্তে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ থেকে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা শহরের নারিকেল বাগান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে জাতিগত বৈষম্য রাষ্ট্রের সৃষ্টি। যা সমাধানে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংগঠিত হামলার ঘটনায় জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে আগামী তিনদিন জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বর্জনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফুটন্ত চাকমার সভাপতিত্বে সমাবেশে জনতন চাকমা, উক্যনু মারমা, সুপন চাকমা, দেবাশীষ চাকমা ও মংসানু মারমা বক্তব্য রাখেন।