১৬ জিবির গ্যালাক্সি নোট আনবে স্যামসাং

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের নেক্সট জেনারেশনের গ্যালাক্সি নোট সিরিজের কাজ শুরু করেছে। যা আগের সব নোট সিরিজের ফোনগুলো থেকে হাই কনফিগারেশনের হবে। ধারণা করা হচ্ছে নতুন সিরিজের গ্যালাক্সি নোট২০ তে ১৬ জিবি র‍্যাম ব্যবহার করা হবে।

প্রযুক্তি বিষয়ক অনলাইন নিউজ ওয়েবসাইট স্যামমোবাইলের রিপোর্টে বলা হয়, গ্যালাক্সি নোট২০ এবং গ্যালাক্সি নোট২০ প্লাস স্মার্টফোনে ১৬ জিবি র‍্যাম ব্যবহার করবে। ইতোমধ্যে স্যামসাং ১৬ জিবি র‍্যাম ভার্সনের ব্যাপক উৎপাদন শুরু করেছে। এছাড়া স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২০ আল্ট্রার ১৬ জিবি ভ্যারিয়েন্টের ডিভাইস ছাড়া হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি নোট ২০ সিরিজ জানায়, তাদের পরবর্তী স্মার্টফোনে কিউএইচডি ডিসপ্লে ব্যবহার করা হবে। এর কার্যক্ষমতা বৃদ্ধি করতে থাকবে সর্বোচ্চ দ্রুতগতির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট।

ধারণা করা হচ্ছে, এবছরের আগস্ট মাসে গ্যালাক্সি নোট ২০ সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়া হবে।

সূত্র: গ্যাজেটস নাও