জনসমাগম এড়াতে গুগল ম্যাপসের নতুন ফিচার

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারিতে দ্রুত সংক্রমণ ঠেকাতে লকডাউনের বিকল্প কিছু নেই৷ কিন্তু অর্থনীতির চাকা সচল রাখতে বিশ্বের বিভিন্ন শহরেই লকডাউন শিথিল করা হয়েছে৷ তাই জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গুগল ম্যাপসে নতুন ফিচার যুক্ত করা হয়েছে৷

গুগল জানায়, নতুন ফিচারটি ইউজারদেরকে জনসমাগমপূর্ণ এলাকা কিংবা পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করবে৷ নতুন এই ফিচারের জন্য গুগলে 'ক্রাউডনেস প্রিডিকশনস' মডেল ব্যবহার করছে। যা থেকে একজন ইউজার সহজেই নির্দিষ্ট কোনো এলাকা বা যানবাহন এড়িয়ে চলতে পারবেন৷ এছাড়া একটি নির্দিষ্ট সময়ে পাবলিক বাস কিংবা ট্রেনের লোকসমাগম সম্পর্কে ধারণা দেবে৷

বিজ্ঞাপন

যেভাবে ফিচারটি ব্যবহার করা যাবে:

গুগল ম্যাপস থেকে ডিরেকশন ট্যাপ করুন।

ট্রানজিট ডিটেইলসে ট্যাপ করুন।

নিচের দিকে স্ক্রল করে জনসমাগমপূর্ণ এলাকা সম্পর্কে ধারণা নিন।

ইউজার চাইলে তার প্রত্যক্ষ করা এমন জনসমাগমপূর্ণ এলাকার নামও যুক্ত করতে পারেন গুগল ম্যাপসে।

সাধারণত একটি স্টেশনে কেমন ভিড় থাকে এবং সরাসরি ডাটা প্রদর্শন করে তার তুলনামূলক চিত্র প্রদর্শন করতে পারবে।

গুগল ম্যাপসের নতুন আপডেটে আইওএস ও অ্যান্ড্রয়েডে এই নতুন ফিচারটি পাওয়া যাচ্ছে।

সূত্র: গ্যাজেটস নাও