৪ কোটি ইউজারকে এখনই আনইনস্টল করার অনুরোধ

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করার অন্যতম জনপ্রিয় থার্ড পার্টি অ্যাপ হচ্ছে স্ন্যাপটিউব। যা দিয়ে খুব সহজেই ফেসবুক কিংবা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। কিন্তু সম্প্রতি এই থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে বিপদে পড়েছে চার কোটি ইউজার।

অ্যান্ড্রয়েড ইউজারদেরকে সতর্ক করে এই অ্যাপ্লিকেশনটি দ্রুত আনইনস্টল করতে বলা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ইউজারদের অজান্তেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার খবর শোনা গেছে।

বিজ্ঞাপন

আপস্ট্রিমসিস্টেমসের এক রিপোর্টে বলা হয়, এ বছরে তিন কোটিরও বেশি ব্যাংকিং লেনদেনে স্ন্যাপটিউব ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে। গত বছরে একইভাবে সাত কোটি জালিয়াতি লেনদেনের জন্য দায়ী ছিল স্ন্যাপটিউব। ইতোমধ্যে গুগল কর্তৃপক্ষ প্লে স্টোর থেকে অ্যাপটি বাতিল কর দিয়েছে।

ফোর্বসের মতে, গত বছর আপস্ট্রিম সতর্ক করে জানায় স্ন্যাপটিউবে ‘সন্দেহজনক ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি’, ব্যাকগ্রাউন্ড বিজ্ঞাপনে ক্লিক জালিয়াতিসহ বিভিন্ন প্রিমিয়াম ডিজিটাল সার্ভিসে ইউজারদের অজান্তেই সাইন আপ করা এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই অ্যাপটি ইউজারদের অজান্তেই তাদের স্মার্টফোনে সংরক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, ক্রেডিট কার্ডসহ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।

এছাড়া এই অ্যাপ থেকে ইউজারের অনুমতি ছাড়াই প্রিমিয়াম কল এবং মেসেজিং পরিষেবা চালু করে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইন্ডিপেনডেন্ট