৫জি নেটওয়ার্ক স্থাপনে হুয়াওয়ের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে কাজের অনুমতি

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ৫জি নেটওয়ার্ক স্থাপন ও মান নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র তাদের কোম্পানিগুলোর ওপর থেকে আরোপিত বিধি নিষেধ তুলে নেওয়ার কথা জানিয়েছে।

মার্কিন বাণিজ্য বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলি এই নিয়ম পরিবর্তনের বিষয়ে স্বাক্ষর করেছে কিন্তু ফেডারাল রেজিস্টার থেকে এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ কোনো মন্তব্য করেনি এবং হুয়াওয়ের এক মুখপাত্র মিশেল চাউয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানায়নি।

ওয়াশিংটনের বাণিজ্য আইনজীবী কেভিন ওল্ফ বলেন, ‘এই সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ রাষ্ট্রীয় কার্যক্রমে হুয়াওয়ের পণ্য নিষিদ্ধ এবং তাদের মিত্র দেশগুলোকেও হুয়াওয়ের পণ্য বর্জনের আহ্বান জানায়। আর এই তথাকথিত কালো তালিকাভুক্ত সংশোধনীটি দীর্ঘ এক বছরেরও বেশি সময় পরে এসেছে।

পরবর্তীতে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে চায় যুক্তরাষ্ট্রের এমন ১৩০ টি কোম্পানির আবেদন নাকচ করে দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। বিদেশি শত্রুর হাত থেকে দেশের কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থাকে রক্ষা করতে হুয়াওয়েসহ বেশকিছু চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে ট্রাম্প প্রশাসন।

সূত্র: রয়টার্স