ভাইবারে নতুন বিনোদন গুড ভাইবস

  • সাব্বিন হাসান, আইসিটি এডিটর
  • |
  • Font increase
  • Font Decrease

লোগো

লোগো

‘গুড ভাইবস বট’ নামে নতুন বিনোদন কেন্দ্রিক সেবা উন্মুক্ত করেছে ভাইবার। শুধু অ্যাপের মাধ্যমেই সেবাটি উপভোগ করা যাবে। দারুণ সব গেম, ফ্রি স্টিকার ব্যবহারের সুযোগ এবং ভাইবার আউট ক্রেডিট সুবিধার ফলে এ মেসেজিং অ্যাপটি পুরোপুরি উপভোগ্য।

করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্বের কঠিন সময়ে গুড ভাইবস বটের মাধ্যমে ভাইবার ভক্তরা তাদের বন্ধুদের সাথে যুক্ত থাকতে এবং মুহূর্তগুলো আনন্দময় করতে পারবেন। ভাইবারপ্রেমীরা নিজেদের অ্যাভাটার তৈরি করে পছন্দের গেম খেলতে পারবেন।

বিজ্ঞাপন

ভাইবার অ্যাপে এ বট দিয়ে বন্ধুরা একে অন্যের ডিজিটাল স্ল্যাম বুক তৈরি পূরণের সাথে খেলায় আমন্ত্রণ জানাতে পারবেন। বাস্কেটবল, হোয়্যাক আ মোল ইন দ্য হোল, চপ চপ, স্প্ল্যাশ এবং এগ পার্টির মতো গেমগুলো বর্তমানে বন্ধুদের সাথে উপভোগ্য সময় কাটাতে নতুন অভিজ্ঞতা দেবে।

বটটি ভক্তদের ইতিবাচক মনোভাব তৈরির সাথে তাদের জন্য পুরস্কার দেবে। ভালো স্কোর করে সাপ্তাহিক লিডারবোর্ডে নিজের নাম তুলতে পারলে পুরস্কার থাকবে বিনা মূল্যে অ্যানিমেটেড ও মিউজিক্যাল স্টিকার প্যাক (যেসব স্টিকার কিনে ব্যবহার করতে হয়)।
শীর্ষ দশজন স্কোরারের জন্য থাকছে ভাইবার আউট ব্যবহারে প্রতিমাসে ৫ ডলার জিতে নেওয়ার সুযোগ।

বিজ্ঞাপন

আগ্রহীরা (https://vb.me/goodvibes_bot_vxzy) এ লিঙ্কে গিয়ে ভাইবার বট উপভোগ করতে পারবেন।