ভারতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে ১ হাজার কোটি ডলার অর্থাৎ ৭৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে গুগল। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা বৃহৎ এ বিনিয়োগ করতে চলেছে। 

সোমবার (১৩ জুলাই) গুগল থেকে জানানো হয়েছে, এই অর্থ দিয়ে গুগল কয়েকটি ভারতীয় সংস্থার শেয়ার কিনবে। মূলত ডিজিটাল সার্ভিস প্রোভাইডার সংস্থার শেয়ার কেনার ওপরে জোর দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ নিয়ে গুগলের কর্তা সুন্দর পিচাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা হল। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা নানা বিষয়ে কথা বলেছি। প্রযুক্তির সাহায্যে কীভাবে ভারতের তরুণ উদ্যোগপতিদের সাহায্য করা যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।

সুন্দর পিচাই বলেন, গুগল মনে করে, ভারতে ডিজিটাল অর্থনীতির বিরাট ভবিষ্যৎ আছে। আমরা সেই সুযোগ নিতে আগ্রহী। তাই আগামী কয়েক বছরে আমরা ভারতে ৭৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করব। তারা কেবল বড় কোম্পানিতে বিনিয়োগ করবেন না। ছোট কোম্পানিতেও বিনিয়োগ করবেন। 

বিজ্ঞাপন