মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়েছে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরের মার্চ মাসে মূল্যস্ফীতি একটু বেড়েছে। মার্চে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৫৫ শতাংশ হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এ হার ছিল ৫ দশমিক ৪৭ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিবিএসের তথ্যানুযায়ী, গত মার্চ মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে এবং খাদ্যবহির্ভূত পণ্যে কমেছে। খাদ্য খাতে মার্চে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭২ শতাংশ। ফেব্রুয়ারি মাসে এ হার ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মার্চ মাসে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ২৯ শতাংশ। ফেব্রুয়ারিতে এ হার ছিল ৫ দশমিক ৫১ শতাংশ।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, মার্চ মাসে এখন লোকজন পিকনিকে যায়। এজন্য মুরগি ও কাঁচাবাজারে শবজির দাম বেড়েছে।

বিজ্ঞাপন