১০ আগস্ট থেকে পোশাক শ্রমিকদের ছুটি শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে পোশাক কারখানার শ্রমিকদের ছুটি শুরু হবে ১০ আগস্ট থেকে। ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিকালে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, টঙ্গী, পুবাইল, বোর্ড বাজার, গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ী, কালিয়াকৈর, কাপাসিয়া, কালিগঞ্জ, শ্রীপুর মাওনা, মিরের বাজার ও ভালুকা এলাকার কারখানা সমূহ শ্রমিকদের ১০ আগস্ট থেকে শুরু হবে। ঐ সমস্ত এলাকার কারখানা শ্রমিকদের ছুটি ১৭ আগস্ট পর্যন্ত থাকবে বলে সভায় জানানো হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/04/1564915451443.jpg

বিজ্ঞাপন

আর আশুলিয়া, কলমা, সাভার, হেমায়েতপুর, ধামরাই, জিরানি বাজার, বিকেএসপি, তুরাগ ও মানিকগঞ্জের এলাকার কারখানার শ্রমিকদের ছুটি শুরু হবে ১১ আগস্ট থেকে। ঐ সমস্ত এলাকার শ্রমিকদের ছুটি শেষ হবে ১৮ আগস্ট।

সভায় আরও জানানো হয়, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি বাদে বাকি দিনসমূহ কারখানা কর্তৃপক্ষ জেনারেল ডিউটি  সমন্বয় করতে পারবেন বলে সভায় জানানো হয়। উল্লেখিত তারিখের আগে কোনও কারখানা কর্তৃপক্ষ চাইলে ছুটি প্রদান করতে পারবেন।

ওইসব এলাকা ছাড়া অন্যান্য এলাকার স্ব স্ব কারখানা কর্তৃপক্ষ নিজেদের রফতানি সঙ্গে সমন্বয় করে ঈদের পূর্বে ছুটি প্রদান করবেন বলে সভায় জানানো হয়।

শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে সভায়, বিজিএমইএ, বিকেএমইএ, জাতীয় শ্রমীক লীগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।