চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে সুবিধা পাচ্ছে বাংলাদেশ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিবিএ সভাপতি কাজী ইফতেকার হোসাইন , ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিবিএ সভাপতি কাজী ইফতেকার হোসাইন , ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধে পোশাক রফতানিতে বাংলাদেশ সুবিধা পাচ্ছে। তবে ভিয়েতনাম ও কম্বোডিয়া আরও বেশি সুবিধা নিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি কাজী ইফতেকার হোসাইন।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজিবিএ সভাপতি বলেন, ‘গত বছর যুক্তরাষ্ট্রে যেখানে রফতানি ২ শতাংশ কমেছিল, এবছর সেখানে রফতানি ৩ শতাংশ বেড়েছে। এতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ব্যবসা ভালো যাচ্ছে।’

চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইফতেকার বলেন, ‘বর্তমান দুনিয়া এখন প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তনশীল। বাংলাদেশকে তার জন্য প্রস্তুত হতে হবে। না হলে আগামী দিনের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা করতে পারব না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এর জন্য আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বিদেশে এ বিষয়ে প্রশিক্ষণের জন্য পাঠাতে হবে। যাতে এই সেক্টরের জন্য অবদান রাখতে পারে এবং আধুনিক টেকনোলজি ব্যবহার করতে পারে।’

বিজিবিএ সভাপতি বলেন, ‘সংগঠনটির অধীনে বর্তমানে ৫০০ সদস্য রয়েছে। কিন্তু বস্ত্র অধিদফতরের কাছ থেকে নিবন্ধন নিয়েছে ৪৬টি প্রতিষ্ঠান, আবেদন করেছে আরও ১৬৪টি। বাকিদেরকেও শৃঙ্খলার মধ্যে আনতে হবে।’

সংবাদ সম্মেলনে বিজিবিএ’র সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদসহ সংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।