খাসোগি হত্যা: ১৭ সৌদি নাগরিককে কানাডার নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিক জামাল খাসোগি / ছবিঃ সংগৃহীত

সাংবাদিক জামাল খাসোগি / ছবিঃ সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগির হত্যার ইস্যুতে প্রথমবারের মত কঠোর অবস্থান নিয়েছে কানাডা।

মর্মান্তিক এ হত্যাকাণ্ডের জড়িত ১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ নভেম্বর) জি-২০ সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের এই নিষেধাজ্ঞার খবরটি জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

দেশটির নিশেধাজ্ঞার তালিকায় থাকা ১৭ জনের মধ্যে সরাসরি খাশোগি হত্যার দায়ে অভিযুক্ত ১৪ সৌদি নাগরিক রয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া সৌদি সরকারের সিনিয়র কর্মকর্তা সৌদ-আল-কাহতানি, তার অধীনস্থ কর্মকর্তা মাহের মুতরেব এবং সৌদি কনসাল জেনারেল মোহাম্মেদ আলতাইবির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা সরকার।

সেই সঙ্গে তাদের নামে যদি কোনো কানাডিয়ান সম্পত্তি থেকে থাকে সেটাও ফ্রিজ করার ঘোষণা দিয়েছে কানাডা।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া বলেন, আমাদের সরকারের বক্তব্য পরিষ্কার। এই ১৭ জন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত। তাই আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছি।