বুধবার শেষ হচ্ছে হজ ফ্লাইট, দেশে ফিরেছেন ১ লাখ ৩ হাজার হাজী

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জেদ্দা বিমান বন্দরে হজযাত্রীদের ট্রলি, ছবি: সংগৃহীত

জেদ্দা বিমান বন্দরে হজযাত্রীদের ট্রলি, ছবি: সংগৃহীত

চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ২৭ আগস্ট। ওইদিন থেকে শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটযোগে ১ লাখ ৩ হাজারের বেশি হাজী দেশে ফিরেছেন।

ফিরতি হজ ফ্লাইট শেষ হবে বুধবার (২৬ সেপ্টেম্বর)।

বিজ্ঞাপন

এবার বাংলাদেশ থেকে ব্যবস্থাপনাসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন হজপালনের জন্য সৌদি আরব গমন করেছেন।

সে হিসেবে এখন পর্যন্ত ২৪ হাজারের মতো হাজী এখনও সৌদি আরবের মক্কা-মদিনায় অবস্থান করছেন। তারা বুধবারের মধ্যে দেশে ফিরবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

চলতি বছর হজ পালনে গিয়ে সর্বমোট ১৩৯ জন হজযাত্রী মারা গেছেন। তার মধ্যে পুরুষ ১১৮ জন ও নারী ২১ জন।

১৩৯ জনের মধ্যে মক্কায় মারা গেছেন ৮৪ জন, মদিনায় ২২ জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ জন ও আরাফায় ১০ জন।

সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর চাঁদপুর জেলার মো. জৈন উদ্দিন প্রধান (৬৮) পবিত্র মদিনায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর- বিকিউ ০৮২৭০২৯।