ব্রিটেনের এম এন্ড এস শিক্ষার্থীদের জন্য হিজাব বিক্রি করছে

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিটেনের এম এন্ড এস শিক্ষার্থীদের জন্য হিজাব বিক্রি করছে, ছবি: সংগৃহীত

ব্রিটেনের এম এন্ড এস শিক্ষার্থীদের জন্য হিজাব বিক্রি করছে, ছবি: সংগৃহীত

ব্রিটেনের মার্কস এন্ড স্পেন্সারস ((Marks & Spencer’s, এম এন্ড এস) নামক এক পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য হিজাব বিক্রি শুরু করেছে। দেশটির কয়েকশ’ বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে এম এন্ড এস এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। এই বসন্তে ভোক্তাদের চাহিদার ওপর ভিত্তি করে এম এন্ড এস নামক প্রতিষ্ঠানটি এসব হিজাব বাজারে নিয়ে আসে। যেসব অভিভাবক চান তাদের সন্তানেরা বিদ্যালয়ে তাদের ইসলামের অনুশাসন মেনে মাথা এবং চুল ঢেকে রাখুক, সেসব অভিভাবকদের কথা চিন্তা করে এম এন্ড এস এ ধরনের হিজাব বাজারে নিয়ে আসে।

এম এন্ড এস ব্রিটেনের অন্তত ২৫০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিফরম তৈরি করেছে। এসব বিদ্যালয় থেকে অনুরোধ প্রাপ্তির পর তারা শার্ট ও স্কার্টের পাশাপাশি হিজাব সংযুক্ত ইউনিফরমের যোগান দিতে চুক্তিবদ্ধ হয়েছে। এসব হিজাবের প্রতিটি প্রায় ৬ ইউরো মূল্যে বিক্রি করা হচ্ছে, যেগুলো ৯ বছর বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

হিজাব অর্থ হচ্ছে, মুসলিম নারীদের পরিধেয় এক ধরনের পোশাক যা তারা যে কোনো পুরুষের সামনে পরিধান করে থাকেন যাদেরকে সাধারণত বিয়ে করা নিষিদ্ধ।

সম্প্রতি এম এন্ড এস নামক প্রতিষ্ঠানটি মুসলিম নারীদের জন্য শালীন পোশাক ‘বুরকিনি’ নিয়ে আসে এবং তাদের এই উদ্যোগের পরেই বিদ্যালয়ে হিজাব যোগানের উদ্যোগটি নেওয়া হয়।

বিজ্ঞাপন

এম এন্ড এসের একজন মুখপাত্র বলেন, ‘আমরা প্রায় ২৫০টি বিদ্যালয়ের জন্য তাদের চাহিদা অনুযায়ী ইউনিফরমের যোগান দিয়ে থাকি। এ বছর বেশ কয়েকটি বিদ্যালয় হিজাব সরবরাহ করার জন্য আমাদের প্রতি অনুরোধ জানায়। আমরা তাদের অনুরোধে সাড়া দিয়ে এসব হিজাব সরবরাহ করছি।