‘ইসলাম সব সময় শান্তির কথা বলে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাজী সমাবেশ বক্তব্য দেন মেয়র তালুকদার আব্দুল খালেক / ছবি: বার্তা২৪

হাজী সমাবেশ বক্তব্য দেন মেয়র তালুকদার আব্দুল খালেক / ছবি: বার্তা২৪

খুলনা সিটি করেপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘শান্তির ধর্ম ইসলাম এবং ইসলাম সব সময় শান্তির কথা বলে। ইসলাম হলো একটি আমানত যা মুসলমানদের সঠিক পথ দেখায়। আমরা যদি সকলে কুরআন মোতাবেক চলতে পারি তাহলে সমাজ থেকে খারাপ কাজ অনেক কমে আসবে।’

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা টাউন জামে মসজিদ চত্বরে হাজী সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। হাজী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এতে এক হাজার ৭০০ হাজী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মেয়র বলেন, ‘হাজী কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান। এ ফাউন্ডেশন হাজীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সংগঠন অন্যের জন্য দোয়া করা, হাজীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বন্ধনকে আরও সুদৃঢ় করা।’

খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মুহাম্মদ সাহেব আলী, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী দেলোয়ার হোসেন, সদস্য সচিব এসএম আকবর হোসেন এবং ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম। সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে মেয়র হাজী কল্যাণ ফাউন্ডেশনের স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।