ইহরাম অবস্থায় নারীরা অলংকার ব্যবহার করতে পারবেন

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাবা শরিফ, মক্কা, ছবি: সংগৃহীত

কাবা শরিফ, মক্কা, ছবি: সংগৃহীত

হজের ইহরাম অবস্থায় নারীদের জন্য অলংকার ব্যবহার করা জায়েজ। এ প্রসঙ্গে প্রখ্যাত তাবেয়ি হজরত নাফে (রহ.) বলেন, হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর স্ত্রী এবং মেয়েরা ইহরাম অবস্থায় স্বর্ণ-রূপার অলংকার ব্যবহার করতেন। -মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১৪৪১৪

নারীরা ইহরাম অবস্থায় হাতমোজা-পামোজা পরিধানও করতে পারবে। এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ইহরাম অবস্থায় নারীরা হাতমোজা ও পাজামা পরিধান করতে পারবে। -মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১৪৪৪০

বিজ্ঞাপন

সাহাবি হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত আছে, তিনি তার কন্যাদেরকে ইহরাম অবস্থায় হাতমোজা পরার নির্দেশ দিতেন। -কিতাবুল উম্ম: ২/২২৩

হজরত শুবা (রহ.) বলেন, আমি হাকাম ও হাম্মাদ (রহ.) কে (ইহরাম অবস্থায়) হাতমোজা পরার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তারা উভয়ে বললেন, তাতে কোনো সমস্যা নেই। -মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১৪৪৪১

বিজ্ঞাপন

হজরত সালেম (রহ.) বলেন, হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) মুহরিম নারীদের পা মোজা কেটে দিতেন। কিন্তু সফিয়্যা বিনতে আবু উবাইদ (রা.) তার কাছে যখন হজরত আয়েশা (রা.)-এর এ হাদিস বর্ণনা করলেন যে, ‘হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম নারীদের পা মোজা ব্যবহারের অনুমতি দিয়েছেন।’ এরপর থেকে আর হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) মুহরিম নারীদের পা মোজা কেটে দিতেন না। -সুনানে আবু দাউদ: ১৮৩১

ইহরাম অবস্থায় নারীদের জন্য সাদা বোরকা পরাও জরুরি নয়। বরং স্বাভাবিক সময় কালো বা অন্য যে রঙের বোরকা ব্যবহার করে তা পরতে পারবে। তবে অন্য সময়ের মত হজের সফরেও বোরকার রঙ কালো অথবা এমন হওয়া উচিত, যাতে আলাদা আকর্ষণ তৈরি না হয়। -মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১৪৪১৯