হজপালন শেষে দেশে ফিরেছেন ১২ হাজারের বেশি হাজী

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাঁচ দিনে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৯৩ জন হাজী, ছবি: সংগৃহীত

পাঁচ দিনে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৯৩ জন হাজী, ছবি: সংগৃহীত

পবিত্র হজপালন শেষে ২৭ আগস্ট থেকে হাজীরা দেশে ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার (৩০ আগস্ট) পর্যন্ত গত পাঁচ দিনে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৯৩ জন হাজী।

মোট ২৭টি ফিরতি ফ্লাইটে এসব হাজী বাংলাদেশে আসেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৭টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

এ বছর বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের সর্বমোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান হজপালনের জন্য।

বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে শেষ ফিরতি ফ্লাইটটি আসবে ২৬ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান মদিনার হজ ব্যবস্থাপনা সরেজমিনে দেখার জন্য বৃহস্পতিবার (৩০ আগস্ট) মক্কা হতে মদিনায় পৌঁছেছেন। তিনি মদিনায় অবস্থানরত হাজীদের খোঁজ-খবর নিবেন।

বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে জানা গেছে, হজপালনে যেয়ে সৌদি আরবে বৃহস্পতিবার (৩০ আগস্ট) পর্যন্ত ইন্তেকাল করেছেন ১০২ জন হজযাত্রী। তন্মধ্যে পুরুষ হাজী ৮৬ ও নারী হাজী ১৬।

বৃহস্পতিবার মক্কায় ইন্তেকাল করেন, কক্সবাজার জেলার নুরজাহান (৬০)। তার পাসপোর্ট নম্বর: BP0161285.

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে আসা প্রত্যেক হজযাত্রীকে হযরত শাহজালাল বিমানবন্দরে ৫ লিটারের একটি জমজম পানির জার দেওয়া হয়।

আর সৌদি এয়ারলাইন্সের হজযাত্রীদের জেদ্দা বিমান বন্দর থেকে ৫ লিটারের একটি জমজম পানির জার দেওয়া হয়।