ডিটিসিএতে ৪২ জন নিয়োগ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লোগো

লোগো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। প্রকাশিত দুইটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিটিসিএর ৩১ ধরনের পদে মোট ৪২ জনকে নিয়োগ দেয়া হবে।

প্রথম বিজ্ঞপ্তি
পদের নাম ও পদসংখ্যা
১. ডেপুটি আরবান প্ল্যানার : ১টি
২. ডেপুটি আর্কিটেক্ট : ১টি
৩. ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার : ১টি
৪. ডেপুটি ট্রান্সপার ইকোনোমিষ্ট : ১টি
৫. ডেপুটি ম্যানেজার (ট্রাফিক সার্ভে) : ১টি
৬. ডেপুটি ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার : ১ টি
৭. ডেপুটি ট্রাফিক ইঞ্জিনিয়ার : ১ টি
৮. ডেপুটি ডিজাইন ইঞ্জিনিয়ার : ১ টি
৯. ডেপুটি পলিউশন কন্ট্রোল প্লানিং অফিসার : ১ টি
১০. ডেপুটি মাস ট্রানজিট প্ল্যানার (এমআরটি) : ১ টি
১১. ডেপুটি মাস ট্রানজিট প্ল্যানার (বিআরটি) : ১ টি
১২. ডেপুটি মাস ট্রানজিট ইঞ্জিনিয়ার (এমআরটি) : ১ টি
১৩. ডেপুটি মাস ট্রানজিট ইঞ্জিনিয়ার (বিআরটি) : ১ টি
১৪. সিনিয়র সহকারী হিসাব ও অর্থ কর্মকর্তা : ১ টি
১৫. প্রোগ্রামার : ১ টি
১৬. প্রোগ্রামার (ডাটাবেজ) : ১ টি
১৭. প্রোগ্রামার (ক্লিয়ারিং হাউস এডমিনিস্ট্রেটর) : ১ টি
১৮. প্রোগ্রামার (ক্লিয়ারিং হাউস অপারেশন এন্ড মেইনটেন্যান্স) : ১ টি

বিজ্ঞাপন

দ্বিতীয় বিজ্ঞপ্তি
পদের নাম ও পদসংখ্যা
১. সহকারী ট্রান্সপোর্ট প্ল্যানার : ১ টি
২. সহকারী পলিউশন কন্ট্রোল প্ল্যানিং অফিসার : ১ টি
৩. সহকারী প্রোগ্রামার : ১ টি
৪. সহকারী প্রোগ্রামার (ডাটাবেজ) : ১ টি
৫. সহকারী প্রোগ্রামার (ক্লিয়ারিং হাইজ এ্যডমিনিস্ট্রেটর) : ১ টি
৬. সহকারী প্রোগ্রামার (ক্লিয়ারিং হাইজ অপারেশন এন্ড মেইনটেন্যন্স)
৭. সহকারী মেইনটেন্যন্স ইঞ্জিনিয়ার : ১ টি
৮. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) : ৩টি
৯. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ৫টি
১০. সহকারী ষ্টোর কিপার : ১টি
১১. ডাটা এন্ট্রি অপারেটর : ২টি
১২. সার্ভেয়ার : ২টি
১৩. ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর) : ৪টি

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে dtca.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞাপন
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/01/1554096556596.jpg
প্রথম বিজ্ঞপ্তি

 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/01/1554096590790.jpg
দ্বিতীয় বিজ্ঞপ্তি