প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে নিয়োগ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে দুই পদে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনাে সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রােগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
বেতনস্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন বা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রী এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে pmedu.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৬ এপ্রিল সকাল ১০ টা থেকে ২ মে বিকাল ৫ টা পর্যন্ত।