বাংলাদেশ ব্যাংকে ২২ সহকারী প্রোগ্রামার নিয়োগ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লোগো

লোগো

সহকারী প্রোগ্রামার পদে ২২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করা যাবে। প্রার্থীকে স্বীকৃত/ নিবন্ধিত প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে। এসএসসি এবং পরবর্তী পর্যায়ে কমপক্ষে দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ/ শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ থাকা যাবে না। ১০ এপ্রিল ২০১৯ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী প্রার্থীদের অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী, সহকারী প্রোগ্রামার পদে ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতা দেয়া হবে।

বিজ্ঞাপন

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৫ মে পর্যন্ত।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/13/1555140141044.png

বিজ্ঞাপন