পাঁচ ট্রেডে ১৬৫ নারী পাবে বিনামূল্যে প্রশিক্ষণ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নারীদের প্রশিক্ষণ | ছবি : সংগৃহীত

নারীদের প্রশিক্ষণ | ছবি : সংগৃহীত

শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমিতে জুলাই- সেপ্টেম্বর সেশনে নারী প্রশিক্ষণার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রশিক্ষণের বিষয় ও যোগ্যতা
পাঁচ ট্রেডে মোট ১৬৫ জনকে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। এর মধ্যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে ৬০ জন, ড্রেস মেকিং এন্ড টেইলরিং, ইন্ডাষ্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স এবং সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন কোর্সে ৩০ জন করে, মােবাইল ফোন সার্ভিসিং কোর্সে ১৫ জন প্রশিক্ষণ পাবেন। বাংলাদেশের যেকোন এলাকার ১৬ হতে ৪০ বছর বয়সী নারীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করতে চাইলে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাকি কোর্সগুলোতে অষ্টম শ্রেণি পাস নারীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, জন্ম নিবন্ধনের সনদপত্র, আবেদনকারীর ২ কপি পাসপাের্ট সাইজ ও ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং বৈধ অভিভাবকের (যিনি হােস্টেলে অবস্থানকালে দেখাশুনা করবেন) ১ কপি স্ট্যাম্প ও ১ কপি পাসপাের্ট সাইজের ছবি সত্যায়িত করে জমা দিতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে এই লিংকে। আবেদনপত্র আগামী ৭ জুলাইয়ের মধ্যে সরাসরি অফিসে অথবা ই-মেইলের মাধ্যমে ([email protected]) ঠিকানায় পাঠাতে হবে। ৭ জুলাই সকাল ১০টায় ভর্তি পরীক্ষা নেয়া হবে।

সুযোগ সুবিধা
আবাসিক প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে থাকা ও খাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি প্রত্যেক প্রশিক্ষণার্থীকে মাসিক ৩০০ টাকা হারে ভাতা দেয়া হবে। প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না। তবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি ৪৫০ টাকা কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। পরে শর্তসাপেক্ষে প্রশিক্ষণ
শেষে তা ফেরত দেওয়া হবে।

বিজ্ঞাপন

যোগাযোগ
প্রশিক্ষণের তথ্য জানতে ০১৭১১০৫৯৮০৭, ০১৭১২৯০০০৭৮, ০১৭৭৮৫৯৯৭০৪, ০১৭৯৯৩৩৬৯১৩, ০১৭২৩১৫৮৭০২, ০১৭৭৫৭৪৮০৯ মােবাইল নম্বরে যোগাযােগ করা যাবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/19/1560934998717.jpg