বিপিএলের লাভের ভাগ চান নাফিস কামাল

  • স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল

বিপিএল শেষ হলেই বিসিবির কর্তারা বেশ বুক ফুলিয়ে বলেন-এবারের আসরে আমরা কোটি কোটি টাকা মুনাফা করেছি।

আর বিপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি গলা শুকায়-এই মৌসুমে আমাদের লোকসান হলো কোটি কোটি টাকা।

বিপিএলে দু’বারের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল বুধবার, ২১ আগস্ট আরেকবার তাদের বিপুল লোকসানের কথা জানালেন-‘সাত বছর ধরে আমরা বিপিএলে আছি, খেলছি। আমরা অনেক পুরানো ফ্র্যাঞ্চাইজি। আমি মালিক হিসেবে সবচেয়ে পুরানো। আমি সিলেটের সঙ্গেও আগে ছিলাম। তবে এত লম্বা সময় ধরে বিপিএলে থেকেও আমরা ফ্র্যাঞ্চাইজি হিসেবে এখনো ব্রেক ইভেনে আসতে পারিনি। শুধু আমরা নই, কোনো ফ্র্যাঞ্চাইজি ব্রেক ইভেনে আসতে পারেনি। এটা আমাদের সবার দজন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বছর বিপিএলে থাকবো কিনা। এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। আমরা অবশ্যই বিসিবির সেই লাভের অংশীদার হতে চাইবো। আমরা তো বিপিএলের অনেক বড় স্টেম হোল্ডার। এখন তো পুরোপুরি একতরফা টুর্নামেন্ট হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি।’

বিসিবির কাছে খুব বেশি কিছু যে দাবি জানাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো তাও কিন্তু নয়, বলছে না ভাগের পুরোটাই চাই আমাদের। তারা লাভের একটা নির্দিষ্ট অংশ চাইছে। নাফিসা কামাল সেই প্রসঙ্গে বলছিলেন-‘রেভিনিউ শেয়ারিং মানে আমরা বলছি না সব টাকা আমাদের দিয়ে দিতে হবে। আমরা বলছি আংশিক গ্রাউন্ড রাইটস বা টিকিট রাইটসে আমাদের অংশীদার করতে। সেই রাইটস আমরা কিভাবে বিক্রি করবো সেটা আমাদের দায়িত্ব।’

বিসিবি কি এবার ফ্র্যাঞ্চাইজিদের দাবি কানে তুলবে?