ভারত তাদের সিদ্ধান্ত সাফ জানিয়ে দিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে তারা যাচ্ছে না পাকিস্তানে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বিব্রত আইসিসি। আর ক্ষোভে উত্তাল পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। পাকিস্তানে কেন খেলতে চায় না ভারত, আইসিসির ব্যাখ্যা চেয়েছে পিসিবি।
ভারতের এমন সিদ্ধান্তে মহাবিপাকে পড়ে গেল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বলা হচ্ছে গতবার এশিয়া কাপ যেমন হাইব্রিড মডেলে হয়েছিল, এবার তেমন করেই হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়া কাপে গ্রুপ পর্যায়ে পাাকিস্তান নিজেদের মাঠে তাদের ম্যাচগুলো খেলেছিল। ভারত খেলেছিল শ্রীলঙ্কায়।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের সব ম্যাচ দুবাইয়ে হবে, এমনটাই বিকল্প ভেবেছিল আইসিসি। কিন্তু আয়োজক পাকিস্তান সেই পথে যেতে রাজি নয়। পিসিবি সাফ জানিয়ে দিয়েছে, যেহেতু আয়োজকের দায়িত্ব তাদের দেওয়া হয়েছে, এ কারণে কোনওভাবেই হাইব্রিড মডেলে সম্মতি দেবে না। প্রয়োজনে নিজেরাই বৈশ্বিক এই আসর থেকে নাম প্রত্যাহার করে নেবে।
যদিও এখন খবর ছড়িয়েছে, হাইব্রিড মডেলে যদি পিসিবি রাজি না হয়, তাহলে পুরো টুর্নামেন্টটাই দক্ষিণ আফ্রিকায় চলে যেতে পারে। এমনিত আইসিসি তাদের প্রতিটি ইভেন্টের জন্যই বিকল্প ভেন্যু পরিকল্পনা তৈরি করে রাখে। যেটা হয়েছে গত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছিল। শুরুর এক মাস আগেও সেটা হতে পারে।
কিন্তু এবার আইসিসির তেমন সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সরকারও কড়া অবস্থানে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনটি স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে পাকিস্তানের। খবর হয়েছে মোটা অঙ্কের অর্থ। এ অবস্থায় যদি হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হয়, তাহলে ক্ষতির মুখে পড়তে হবে।
পাকিস্তান উল্টো আইসিসিকে হুমকি দিয়েছে-দরকার হলে তারা ভারতকে ছাড়াই এই টুর্নামেন্ট নিজ দেশে করতে চায়। প্রতিবেশী দেশটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভাল নয় ভারতের। তার প্রভাবে বারবার এভাবে অবজ্ঞা মেনে নিতে পারছে না পিসিবি!
আজ ১৩ নভেম্বর, বুধবার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। দেশের মাঠে প্রতিপক্ষ মালদ্বীপ। এই খেলাটি সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
এছাড়া ছোট পর্দায় রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ৩য় টি-টোয়েন্টি। সঙ্গে আছে ১ম ওয়ানডে শ্রীলঙ্কা–নিউজিল্যান্ডের।
ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ফুটবল
বাংলাদেশ–মালদ্বীপ
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস
ক্রিকেট
মেয়েদের বিগ ব্যাশ লিগ
হোবার্ট হারিকেন্স–অ্যাডিলেড স্ট্রাইকার্স
দুপুর ১–১০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
১ম ওয়ানডে
শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫
৩য় টি–টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা–ভারত
রাত ৯টা, স্পোর্টস ১৮–১ ও ট্যাপম্যাড অ্যাপ
টেনিস
এটিপি ফাইনালস
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস টেন ৫
পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলতে যাবে না। খবরটা নিশ্চিত হতেই ক্ষোভে ফেটে পড়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এবার এনিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সব ঠিক থাকলে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ৯ মার্চ হতে পারে বৈশ্বিক এই টুর্নামেন্টের ফাইনাল। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ পাকিস্তান। আর সমস্যাটা হয়েছে এখানেই। কারণ প্রতিবেশী দেশটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভাল নয় ভারতের। যার প্রভাব পড়েছে খেলার মাঠেও।
দ্বি-পাক্ষিক সিরিজ তো এখন আর হচ্ছেই না ক্রিকেটে। ২০০৮ সাল থেকে পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। এ অবস্থায় পাকিস্তানে গিয়ে খেলার পক্ষপাতিও নয় ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেও যাচ্ছে না তারা।
এরইমধ্যে আইসিসিকে এক চিঠিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত। ভারতের চিঠি পেয়ে পিসিবিকে মেইল করে এই তথ্য দিয়েছে আইসিসি। এ অবস্থায় আইসিসির মেইল পেয়ে ক্ষুদ্ধ পিসিবির কর্তারা। পিসিবির এক মুখপাত্র গণমাধ্যমে বলেছেন, ‘কেন আসছে না এই বিষয়টি পরিস্কার করতে আইসিসিকে একটি মেইল পাঠিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আইসিসির মেইলটি ফরোয়ার্ড করে পাকিস্তান সরকারের কাছে থেকেও সিদ্ধান্ত ও পরামর্শের অপেক্ষায় আছি।’
পিসিবিকে গত বছরের এশিয়া কাপের মতো ‘হাইব্রিড মডেল’-এ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব দিয়েছে আইসিসি। বলা হচ্ছে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এটা ছাড়াও প্রস্তাবে আছে পাকিস্তান যদি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে না চায়, তাহলে সেটা দক্ষিণ আফ্রিকা অথবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে।
কিন্তু এমন হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় না পাকিস্তান। এনিয়ে পিসিবি দেশটির নীতি নির্ধারকদের সঙ্গেও কথা বলেছে। কিন্তু এটাও ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফি যদি পাকিস্তানে হয় আর ভারত অংশ না নেয়, সেক্ষেত্রে এই আসর থেকে আইসিসির আয় অনেকটাই কমে যাবে। আবার এটাও ঠিক ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় ক্ষতি হবে আইসিসির!
ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। তার জায়গায় এই সফরে টেস্ট দলের সঙ্গে যাচ্ছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু। ২২ বছর বয়সী দিপু অবশ্য জাতীয় দলে নতুন মুখ নন। জাতীয় দলে তার অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ৪টি টেস্ট। তবে সাফল্য পাননি। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা তার এই চার টেস্টে কোনো হাফসেঞ্চুরি পর্যন্ত নেই। সর্বোচ্চ রান ৩১।
নাজমুল হোসেন শান্ত শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গ্রোয়েন ইনজুরির কারণে ফিল্ডিংই করতে পারেননি। তার জায়গায় সিরিজের শেষ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদি হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সম্ভবত মিরাজই অধিনায়কের দায়িত্ব সামাল দেবেন। তবে এখনো সেই বিষয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি- টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।
৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট ও শেষ টেস্ট। এরপরই ওয়ানডে সিরিজ। ৮, ১০ ও ১২ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচই হবে সেন্ট কিটসে।
তারপরই টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট ভিনসেন্টে ম্যাচ তিনটি হবে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।