চ্যারিটেবল মামলার বিচার হবে কারাগারেই
ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালতে পরিচালিত হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল।
এতদিন ধরে এই মামলার কার্যক্রম বকশিবাজার বিশেষ জজ আদালতে পরিচালিত হয়ে আসছিলো।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের এ কথা জানান দুদকের এই আইনজীবী।
জানা গেছে, বুধবার (৫ সেপ্টেম্বর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখ ধার্য রয়েছে। মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে।
দুদকের এই আইনজীবী বলেন, আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করতে পারে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানির তারিখে খালেদা জিয়াকে অসুস্থতার কারণ দেখিয়ে হাজির না করা হচ্ছে না। এতে বিচার বিলম্বিত হচ্ছে। এ কারণে কারাগারের ভেতরেই আদালত বসবে।
এ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বার্তা২৪কে বলেন, এ বিষয়টি তিনি এখনও শোনেনি। তবে এটি হলে তা হবে আইন পরিপন্থী।
২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এই মামলায় চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।
এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিরা হলেন- হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।