নির্বাচনের পথে আ.লীগ, মুক্তির দিকে বিএনপি



সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
নির্বাচনের পথে আ.লীগ, মুক্তির দিকে বিএনপি, ছবি: বার্তা২৪.কম

নির্বাচনের পথে আ.লীগ, মুক্তির দিকে বিএনপি, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গুলশান বারিধারার কালাচাঁদপুর এলাকায় নেতাকর্মীদের মাঝে প্রচারণা চালাচ্ছেন ঢাকা উত্তর আওয়ামী লীগের নেতা ওয়াকিল উদ্দিন। নিজের ছবিসহ লিফলেট বিলাচ্ছেন তিনি। তার আশা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া। ঢাকার বাইরে সিলেটের জকিগঞ্জে ড. আহমদ আল কবিরকে প্রচারণায় বেশ সরব দেখা গেছে। রাজনীতিবীদ ও অর্থনীতিবিদ কবির এই জনপদে নৌকার প্রার্থী হতে চান। ঢাকা এবং ঢাকার বাইরের এই দুই আসনের মতো সারাদেশে একই চিত্র। তবে আওয়ামী লীগের প্রধান বিরোধী শক্তি বিএনপির কোনো প্রার্থীর খবর নেই। বিএনপিতে কারা প্রার্থী হবেন তা এখনও স্পষ্ট নয়। তবে দলটি বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে চেষ্টা করছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ এখন পুরোপুরি নির্বাচনমুখী। তফসিল ঘোষণার অপেক্ষায় দলটি। নির্বাচন পরিচালনার জন্য ১৪টি উপকমিটির খসড়া নিয়ে দলের প্রধান শেখ হাসিনা শুক্রবার বৈঠক করেছেন। ঢাকা থেকে সারাদেশের সব আসনে প্রস্তুতি কমবেশি নিচ্ছেন দলের নেতাকর্মীরা। কিন্তু বিরোধী দল বিএনপি এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যজোট করেছে। জোটের প্রধান দাবি নির্বাচনের আগে খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি।

সেখানে দল বা ঐক্যের মধ্য থেকে নির্বাচনের প্রস্তুতির কোনো নির্দেশনা এখনও দেওয়া হয়নি। ফলে বিএনপি থেকে যারা নির্বাচন করতে চান তাদের পোস্টার বা বিলবোর্ড কিছুই দেখা যাচ্ছে না।

তবে সিলেটের সমাবেশ করার পর জাতীয় ঐক্যজোট এখন চট্টগ্রামে সমাবেশ করতে চায়। সিলেটে জাতীয় ঐক্যজোটের সমাবেশের পর স্থানীয়রা মনে করেন, মাসখানেক আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একই জায়গায় সমাবেশ করেন। কিন্তু তাদের সমাবেশ মাঠের ভেতরেই সীমবদ্ধ ছিল। আর দু’দিন আগে জাতীয় ঐক্যজোট যে সমাবেশ করেছে তা মাঠ পেরিয়ে আশেপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছিল।

সিলেট বিএনপির নেতা মাহবুবুল হক চৌধুরী বার্তা২৪.কম’কে বলেন, ‘ওই সমাবেশের আগে ও পরে তাদের ১০০ জনকে এবং সমাবেশের আগে আরও ২০০ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আসামি করা হয়। তারপরও এমন জনসমাগমে আমরা আশান্বিত।‘

বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম বার্তা২৪.কম’কে বলেন, ‘ঐক্যগঠন বিএনপির ঐতিহাসিক অর্জন। বিএনপি এতে অনেকখানি এগিয়ে যাবে। আর সময়ের প্রয়োজনে ড. কামাল হোসেনকে এখন সামনে রাখা উচিত। একটা পরিবর্তন হবে সেটা এই নির্বাচনে হোক বা একবছর পরে হোক।’

অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন নির্বাচনকে ঘিরে এখনও অনেক মেরুকরণ বাকি। তিনি বলেন, ‘ড. কামালের ঘাড়ে চেপে বিএনপি বেঁচে থাকার চেষ্টা করছে। তবে তাদের দাবিগুলো কোনোভাবে মানা হবে না। দেশ এখন ইলেকশন মুডে আছে। আমাদের প্রস্তুতি শেষের দিকে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া দরকার সেসব কাজ চলছে। নির্বাচনী ইশতেহারেরও কাজ চলছে।

আর জাতীয় ঐক্যের প্রধান নেতা ড. কামাল জানিয়েছেন, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তারা তফসিল ঘোষণার আগেই সব রাজনৈতিক বন্দীর মুক্তি চান।

এক্ষেত্রে তাদরে ৭ দফা দাবির প্রথমটি হলো- খালেদা জিয়ার মুক্তি। অন্য দাবিগুলোর মধ্যে- নিবাচন কমিশন পুনর্গঠন, সব মামলায় গ্রেফতার স্থগিত, সেনাবাহিনী মোতায়ন ইত্যাদি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তফসিলের আগে সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে, ইভিএম ব্যাবহার করা যাবে না এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দিকে মুক্তি দিতে হবে৷'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, তিনি নিজে নির্বাচন না করলেও আগামী নিবাচনে আওয়ামী লীগের পলিসিগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে বিএনপি যেহেতু সঙ্গে আছে তাই জাতীয় ঐক্যফ্রন্ট রাজনীতিতে প্রভাব রাখতে পারে। কিন্তু ভোটে জিততে পারবে না। কারণ আওয়ামী লীগ আগের চেয়ে বহুগুণ শক্তিশালী।

তোফায়েল আহমেদ জানিয়েছেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। আর বিএনপি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে আসবে।

   

মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ এমডি'র



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সরকারের কাছে মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেলের ওপর ভ্যাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। জুলাই থেকে ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হবে। এই ভ্যাট কার্যকর হলে ডিএমটিসিএলের ওপর চাপ বাড়বে। তখন এই ভ্যাট যাত্রীদের কাছ থেকে আদায় করতে হবে।

রোববার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

এম এ এন সিদ্দিক বলেন, এর আগে মেট্রোরেলে ভ্যাট বসানো হয়েছিল। তখন কথা বলে জুন পর্যন্ত স্থগিত রাখা হয়। এখন সেটা আবার ১ জুলাই থেকে কার্যকরের কথা বলা হচ্ছে। যদি ভ্যাট দিতে হয় তাহলে এটি যাত্রীর দিতে হবে। তাই এটি রিভিউ করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, মেট্রোরেল চালু করার পর থেকে এ পর্যন্ত বিদ্যুতের দাম তিনবার বেড়েছে। কিন্তু মেট্রোরেলের ভাড়া বাড়ানো হয়নি। এখন ভ্যাট যুক্ত হলে ভ্যাটের টাকা যাত্রীদেরকে দিতে হবে। কারণ মেট্রোরেলের পক্ষে এটি বহন করা সম্ভব না। ফলে মেট্রোরেলের ভাড়ার পরিমাণ বেড়ে যাবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি।

;

সংসদ সদস্য আনোয়ারুল নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ডিবি কার্যালয়ে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে গত ৩-৪ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ রোববার (১৯ মে) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু গত ৩-৪ দিন ধরে পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

তিনি জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছে। তিনি এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাবেন।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপির নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

;

রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মি’র (কেএনএ) তিন সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) দুপুরে রুমা উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, বেতার যন্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।

বিস্তারিত আসছে...

;

ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল, বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: কাদের



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

এনবিআর মেট্রোরেলের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে। এটা হতে পারেনা। ভুল সিদ্ধান্ত। ভারতে মেট্রোরেলে কি ভ্যাট আছে? ভারতে ভ্যাট নেই আমরা কেন করব? আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বিষয়টি বিবেচনা করবেন। 

রোববার (১৯ মে) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা মেট্রোরেল এর ব্রান্ডিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলে ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে। আমি মন্ত্রণালয়ে বিষয়টি তুলে ধরেছি। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। এই ঢাকা সিটি, যেটি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বিশ্বের বিস্ময়। বাংলাদেশের রাজধানী এখন ইকোনমিস্ট এর পর্যবেক্ষণে মোস্ট আন বিলিভ্যাবল সিটি অফ দ্যা ওয়ার্ল্ড।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি।

;