চাঁদপুর-৪ আসনে ভূঁইয়ার সমর্থকদের বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁদপুর-৪ আসনে শামসুল হক ভূঁইয়া আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা বিক্ষোভ করেছেন/ ছবি: বার্তা২৪.কম

চাঁদপুর-৪ আসনে শামসুল হক ভূঁইয়া আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা বিক্ষোভ করেছেন/ ছবি: বার্তা২৪.কম

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদগঞ্জ সদর বাজার রাস্তার মোড় অবরোধ করতে যায় আওয়ামী লীগের আরেক মনোনয়নপ্রার্থী শামছুল হক ভূঁইয়ার সমর্থকরা। এ সময় সাংবাদিক শফিকুর রহমানের সমর্থকরা তাদের বাধা দেয়। পরে থানা পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/07/1544199537830.gif

এছাড়াও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে ও সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল করেছে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সমর্থকরা। এ সময় সমর্থকরা শামছুল হক ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় উপজেলার গৃদকালিন্দিয়া বাজারেও বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ নেতাদের একাংশ।

এছাড়া চাঁদপুর- রায়পুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। পৌর এলাকার বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, ওলামা লীগের নেতৃবৃন্দ অংশ নেন।