রাজধানীতে সেনাবাহিনীর চেকপোস্ট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

একাদশ সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে বসেছে সেনাবাহিনীর চেকপোস্ট। 

শুক্রবার (২৮ ডিসেম্বর) বাংলামোটরে সেনাবাহিনীর চেকপোস্ট বসেছে। সকালে দশটা থেকে এ চেক পোস্ট বসানো হয়েছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/28/1545975005660.jpg

সরজমিনে দেখা যায়, সেনাবাহিনীর এক প্ল্যাটন (৩৫ জন) সদস্য সকাল থেকে বাংলামোটরে অবস্থান নিয়েছে। এ সময় ফার্মগেট টু শাহবাগ রোডের প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।

বিজ্ঞাপন

সেনাবাহিনী থেকে এটিকে নির্বাচন পূর্ববর্তী নিরাপত্তা সংক্রান্ত সাধারণ তল্লাশি ও চেকপোস্ট বলা হচ্ছে।

৩০ ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে গত ২৪ তারিখ থেকে সারাদেশে ২৫ হাজার সেনা মেতায়েন করা হয়েছে। প্রতিজেলা এক ব্যাটালিয়ন অর্থাৎ ৪৪০ জন সেনা সদস্য স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়া ছয়টি নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচনি কর্মকর্তাদের প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদানের জন্য প্রতিটি কেন্দ্রে ৩ জন করে সশস্ত্র বাহিনী সদস্য দায়িত্ব পালন করবে।