মন্ত্রিসভার আকার বাড়ছে



ইসমাঈল হোসাইন রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে। সোমবার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ নেবে। তবে নতুন এই মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে চলছে আলোচনা। পুরানদের কে বাদ পড়ছেন, নতুন হিসেবে কারা আসছেন এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে এবারের মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বিগত মন্ত্রিসভার তুলনায় এবারের মন্ত্রী পরিষদের আকার বাড়তে পারে। এবারের মন্ত্রিসভা ৫৭ সদস্যের হতে পারে। বাদ পড়তে পারেন প্রভাবশালী মন্ত্রীও। বর্তমান শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ বেশ কয়েকজন প্রভাবশালী বাদ পড়তে পারেন। আর কয়েকজন মন্ত্রী আগের মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন, তবে অনেকেরই মন্ত্রণালয় পরিবর্তন হতে পারে। আর 'টেকনোক্র্যাট' হিসেবে মন্ত্রী সভায় আসতে পারে তিনজন। সোমববার প্রথমদিনে অর্ধশতাধিক মন্ত্রী শপথ নিতে পারেন বলেও জানিয়েছে ওই সূত্র।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচনের পর ১২ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা। তখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ৪৮ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। ওই সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৯ মন্ত্রী, ১৭ প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী ছিলেন। পরে কয়েকদফা মন্ত্রিসভায় রদবদল আনা হলে শেষ পর্যন্ত মন্ত্রিসভার আকার দাঁড়ায় ৫২ সদস্যের।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।

এবারের মন্ত্রিসভা ৫৭ সদস্যের হচ্ছে, এমন তথ্যের সত্যতা জানতে চাইলে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম বার্তা২৪.কমকে বলেন, ‌"এখনও ঠিক নেই। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর বিষয়। চূড়ান্ত হলে আপনাদের জানাতে পারব।"

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়লে আহমেদ বার্তা২৪.কমকে বলেন, মন্ত্রিসভা গঠনের বিষয়টি সম্পূর্ণই প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যেই সিদ্ধান্ত নেবেন সেটিই সবার সিদ্ধান্ত। আমাকে দায়িত্ব দিলে যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বার্তা২৪.কমকে বলেন, যতদিন তথ্যমন্ত্রী হিসেবে ছিলাম যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী সুযোগ দিলে গণমাধ্যমের কল্যাণে কাজ করে যেতে চাই। তবে মন্ত্রিসভার গঠন তো প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেভাবেই মন্ত্রিসভা গঠিত হবে।

জানা গেছে, এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাননি ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। মন্ত্রিসভায়ও থাকছেন না তারা। এছাড়াও বিগত মন্ত্রিসভায় জাতীয় পার্টির আনিসুল ইসলাম মন্ত্রী মাহমুদ এবং মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন। কিন্তু এইচ এম এরশাদের ঘোষণা অনুযায়ী, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে, এবার তাঁর দলের কেউ মন্ত্রিত্ব নেবেন না। তাই এই তিন মন্ত্রীও মন্ত্রী সভায় থাকছেন না। ফলে এসব মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রী পরিষদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, মন্ত্রিসভা কত সদস্য বিশিষ্ট হচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। কেবিনেট সেক্রেটারি স্যার (মোহাম্মদ শফিউল আলম) সকাল থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন। তিনি আসলে হয়তো আরও একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে বিগত সময়ে যাদের ব্যাপারে বিতর্ক বেশি ছিল তারা অন্তত এবার মন্ত্রিপরিষদে থাকছেন না বলে জানান মন্ত্রিপরিষদের এ কর্মকর্তা। তবে বিতর্কিতদের দফতরে অধিকাংশই নতুনদের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আভাস দেন তিনি।

মন্ত্রিপরিষদের আরেক কর্মকর্তা বলেন, আমরা গতকালও রাত নয়টা পর্যন্ত অফিস করেছি। আমরা সবকিছু ঠিকঠাক করে প্রয়োজনীয় পেপার্স তৈরি করছি। শুন্যস্থান পূরণের মতো করে সবকিছু ঠিক করে রাখছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রীদের চূড়ান্ত তালিকা পেলেই আমরা জাস্ট বসিয়ে দেবো। আমরা সবকিছু ঠিক করে রাখছি। এদিকে শপথ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রিপরিষদের সভার বিষয়েও আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এ নিয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যক্তিদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন মন্ত্রীদের গাড়ী প্রস্তুত রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা পর্যাপ্ত গাড়ী রেডি রাখছি। যতটা দরকার হয় সেই পরিমান গাড়ি যাতে দেওয়া যায়। তবে সংখ্যার বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না।

এদিকে আজ শনিবার সরকারি ছুটি থাকলেও সকাল থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে অধিকাংশ কর্মকর্তাদের  অফিস করতে দেখা যায়। তাদের মধ্যে সপ্তাহের অন্যান্য দিনের মতো স্বাভাবিক কর্মচাঞ্চল্যতা দেখা যায়। জানা যায় গতকাল শুক্রবারও অধিকাংশ কর্মকর্তা অফিস করেছেন।

নতুন মন্ত্রিসভায় যোগ দিতে শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারই যোগাযোগ করে আমন্ত্রণ জানাবেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব নাজমুল হক সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম বঙ্গভবনে গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গভবনের দরবার হলে আয়োজিত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের  আয়োজনের ব্যবস্থাপনার তদারকি করতেই তারা বঙ্গভবনের গেছেন।

   

ফেনীর ডাক্তার পাড়ায় বহুতল ভবনে আগুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ফেনী শহরের ডাক্তার পাড়ায় জহিরিয়া মসজিদের বিপরীত এলাকায় নাথ ভবন নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে বহুতল ভবনটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের চার তলায় একটি চিলেকোঠা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আধঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এতে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. মিজান বলেন, ভবনের সিঁড়ি অত্যন্ত সরু ছিল। সাথে পানিরও কোনো উৎস নেই আশেপাশে। ফলে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশের একটি টিম সহযোগিতা করেছে।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সেখান বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

;

বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছে ইসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৭মে) দুপুরে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত জাতীয় পরিচয়পত্রটি তার কাছে হস্তান্তর করেন।

পরিচয়পত্র প্রদানকালে নির্বাচন কমিশনের সচিব কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদেরকে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে বলেও জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, এটি মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করে।

মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বৃদ্ধিসহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং যে কোনো প্রয়োজনে সরকার সবসময় তাদের পাশে থাকবে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

;

‘সুন্দরবনে অগ্নিকাণ্ডের দায়ভার বনবিভাগকেই নিতে হবে’



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বার বার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ফলে সামগ্রিকভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। বড়গাছসহ লতাগুল্ম মারা যায়। প্রাণীকূলের আবাস ও প্রজননস্থল ক্ষতিগ্রস্ত হয়। বন্যপ্রাণীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বনের শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়। প্রভাব পড়ে বনের প্রাণীকূলের খাদ্যচক্রে। চরম আঘাত আসে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপরে। অসৎ বনকর্মকর্তাদের যোগসাজশে মুনাফালোভী মাছ ব্যবসায়ীরা বার বার সুন্দরবনে আগুন লাগাচ্ছে। কাজেই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অগ্নিকাণ্ডের দায়ভার বনবিভাগকেই নিতে হবে।

মঙ্গলবার (৭ মে) সকালে বাগেরহাটের মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে ‘সুন্দরবন রক্ষায় আমরা আয়োজনে’ বার বার আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন: দায় কার, করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

এদিন বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নেতা অধ্যক্ষ মো. সেলিম, কমলা সরকার, হাছিব সরদার, সুন্দরবনের জেলে সমিতির সভাপতি বিদুৎ মন্ডল, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক ও শেখ রাসেল।

সংবাদ সম্মেলনে জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন, প্রকৃত জেলেরা সুন্দরবনে কখনো আগুন লাগাতে পারে না। কতিপয় মুনাফালোভী অসৎ মাছ ব্যবসায়ী ও অসাধু বনকর্মতারা মিলে সুন্দরবনে আগুন লাগিয়ে থাকে। অগ্নিকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুন না কেন আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

লিখিত বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ বলেন, প্রতি হেক্টর সুন্দরবনের প্রতিবেশসেবার আর্থিকমূল্য ৪৫৬ থেকে ১ হাজার ৯২ মার্কিন ডলার। এই হিসাবে বছরে সুন্দরবন ২৭ কোটি থেকে ৭১ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ প্রতিবেশসেবা প্রদান করে চলেছে।

সংবাদ সম্মেলনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের পক্ষ থেকে অগ্নিকাণ্ড বন্ধে কিছু সুপারিশ করা হয়।

সুপারিশের মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডের কারণ ও বন্ধে বনবিভাগসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সুন্দরবন গবেষক ও বিশেষজ্ঞ, স্থানীয় জনগণ ও নাগরিক এবং পরিবেশ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়। ওয়াচটাওয়ার নির্মাণ, বনের মধ্যে অবাধ যাতায়াত বন্ধ, সুন্দরবনে ইআইএ ব্যতীত অপরিকল্পিত খাল খনন বন্ধ, মৌয়ালদের প্রশিক্ষণ, সুন্দরবন রক্ষায় স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির সুপারিশ করা হয়।

এছাড়া সুন্দরবন রক্ষায় ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরাসহ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুপারিশ করা হয়।

;

ভালুকায় ধান খেতে গৃহবধূর গলাকাটা মরদেহ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের ভালুকায় হাজেরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মে) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের গুজারভিটা এলাকায় ধান খেতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাজেরা খাতুন উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও এলাকার হাছেন আলীর মেয়ে।

ভালুকা মডেল থানার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাজেরা ও তার স্বামী সোহেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। কিছুদিন আগে পারিবারিক কলহে বাবার বাড়িতে চলে যান হাজেরা। পরে শাশুড়ি ও ননদ তাকে আবার ফিরিয়ে আনে। আজ সকালে নিহতের দেবর গাছ কাটতে গিয়ে ধান খেতে হাজেরা খাতুনের মরদেহ দেখতে পান।

নিহতের পরিবারের দাবি, স্বামী সোহেল ধারালো কোনো অস্ত্র দিয়ে হাজেরার গলাকেটে হত্যার পর ধান খেতে ফেলে রেখে পালিয়ে যায়।

ভালুকা মডেল থানার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল পলাতক রয়েছে।

;