নৈশপ্রহরী হত্যা: ৩ ডাকাতের যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নৈশপ্রহরী হত্যা: ৩ ডাকাতের যাবজ্জীবন। ছবি: বার্তা২৪.কম

নৈশপ্রহরী হত্যা: ৩ ডাকাতের যাবজ্জীবন। ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী শহরের কলাতলা বাজারের নৈশপ্রহরী আব্দুল কাদের সিকদারকে হত্যার অভিযোগে ৩ ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. আরিফুল হক টিটো জানান, ২০১২ সালের ২৭ নভেম্বর রাতে পটুয়াখালীর কলাতলা বাজারে ডাকাতি করার সময় নৈশপ্রহরী আব্দুল কাদের দেখে ফেলেন। এ কারণে ওই সময় তাকে পিটিয়ে হত্যা করে ডাকাতরা। এ ঘটনায় নিহতের ছেলে মো. জহিরুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর আদালতে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় বিপ্লব বাড়ই উপস্থিত থাকলেও বাকি দুই আসামি নুরুল ইসলাম এবং বারেক সিকদার পলাতক রয়েছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন