‘এই প্রচণ্ড শীতে টিকে থাকা কষ্টকর’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

‘হামরা গরিব মানুষ। তাই ডিসি স্যার আইজ হামাক কম্বল দিল। কম্বল পাইয়ে অনেক ভালো লাগিল। এলা অ্যাহন শীতে সমস্যা হবেনি। হামার উপকার হইল অনেকখান। প্রধানমন্ত্রী ও ডিসিটাক ধন্যবাদ।’

শুক্রবার (১১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ১শ অসহায় ও গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কম্বল বিতরণ করা হয়। কম্বল নিতে এসে আবেগাপ্লুত হয়ে ওই কথাগুলো বলছিলেন স্থানীয় ফাতেমা বেগম।

বিজ্ঞাপন

কম্বল পেয়ে আরেক বাসিন্দা কুলসুম আখতার বলেন, ‘এই শীতে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনেক খুশি হয়েছি। আসলে আমাদের এখানে অনেক শীত। এই প্রচণ্ড শীতে টিকে থাকা কষ্টকর। আমাদের মাঝে কম্বল দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও ডিসি স্যারকে ধন্যবাদ জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমানসহ অনেকেই।

বিজ্ঞাপন