গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে: ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

'আওয়ামী লীগ হচ্ছে এখন এক প্রকার ভয়ানক দানব। তারা ভোট ডাকাতি করে সরকার গঠন করেছে। তারা নির্বাচনের আগের রাতেই বাক্স ভর্তি করে পরের দিন নির্বাচনের নাটক করেছে। নির্লজ্জর মত বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাবাস দিয়েছে।'

জাতীয় পার্টির প্রয়াত নেতা ডা. টিএইএম ফজলে রাব্বি চৌধুরীর স্মরণসভায় বুধবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি এসময় আরও বলেন, 'আওয়ামী লীগের মতো দানবের বিরুদ্ধে আমরা একা কিছু করতে পারবনা। তাই সবাইকে এক হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই দানবকে প্রতিহত করা যাবে।'

এ সময় জাফরউল্লাহ চৌধুরী ভাষাণী অনুষদ পরিষদের চেয়ারম্যান জাফরউল্লাহ চৌধুরী প্রয়াত নেতা ফজলে রাব্বি চৌধুরীকে স্মরণ করে বলেন, 'ডাঃ টিএইএম ফজলে রাব্বি চৌধুরীর ছিলেন একজন গণতন্ত্রমনা মানুষ। তিনি ২০১৮ সালের ১৯ ডিসেম্বর দিনগত রাত ২ টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি জীবনে কখন নির্বাচনে পরাজিত হননি আর হতেনও না। তিনি একজন রাজনীতিবিদ ও জাতীয় পার্টির একজন রাজনৈতিক নেতাই নন তিনি আমাদের আদর্শ।'

তিনি আরও বলেন, 'মির্জা ফখরুল সাহেব বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধার করার যে সংগ্রাম করছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে।'

এই সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য এসএমএ আলম, নওয়াব আলী আব্বাচ, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান, জাপার প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মাওলানা রুহুল আমিন, আলহাজ সেলিম মাষ্টারসহ জাতীয় পার্টির অনেকে।