অগ্রণী ব্যাংকের টাকা জালিয়াতি

পাঁচ ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৩৭৩ টাকার ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের ঘটনায় জড়িত ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ এপ্রিল) নগরের ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. নেয়ামুল আহসান।

বিজ্ঞাপন

তিনি বার্তা২৪.কম-কে বলেন, 'ভুয়া কাগজপত্রের ওপর ভিত্তি করে লোন দেওয়ায় অগ্রণী ব্যাংকের ৪ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।'

আসামিরা হলেন- অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদ, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার শ্রীপদ চাকমা, সাবেক সিনিয়র অফিসার রমিজ উদ্দিন, সাবেক উপ-মহা ব্যবস্থাপক বেলায়েত হোসেন ও ঋণ গ্রহীতা মারিন ভেজিটেবল অয়েলের চেয়ারম্যান টিপু সুলতান।

বিজ্ঞাপন