চট্টগ্রামে পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার নির্দেশ
পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৮৩৫ পরিবারকে এক মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউজ মিলনায়তনে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৯ তম সভায় তিনি এ সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ১৫ দিনের মধ্যে পাহাড়ে অবৈধভাবে গড়ে উঠা বাসা বাড়ি থেকে গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করারও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
যেসব দুষ্কৃতিকারী পাহাড় দখল করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভাড়া দেয় তার তালিকা করারও নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, ‘ঝুকিপূর্ণ অবস্থায় বাস করা ৮৩৫ পরিবারে কতো লোক বাস করে তা নির্ণয় করতে হবে। পাহাড়ে অবৈধ বসতি গড়ে যারা বসবাস করছে তাদের অকাল মৃত্যু ঠেকাতে হবে। অবৈধ বসতি উচ্ছেদে যারা বাধা দিতে আসবে তাদের গ্রেফতার করে কারাগারে নেওয়া হবে।’
পাহাড়ে প্রাণহানীর কারণে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হবে এটা মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি এ ব্যাপারে সরকারি সব প্রতিষ্ঠানকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেনসহ পাহাড় ব্যবস্থাপনা কমিটির চট্টগ্রামের বিভাগীয়, জেলা, উপজেলা প্রশাসন , আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।