মোহাম্মাদপুরের বসিলায় জঙ্গি আস্তানা
জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান শুরু
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জঙ্গিদের আস্তানায় প্রবেশ করার সময় ৪ রাউন্ড গুলি ছোড়ে ভেতরে প্রবেশ করে র্যাব।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯ টা থেকে মোহাম্মদপুরের বসিলায় সন্দেহ বাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয় বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাবের কমান্ড ফোর্স ও বম ডিস্পোজাল ইউনিট আস্তানার ভিতরে গিয়েছে। এর আগে ড্রোনের মাধ্যমে আস্তানাটির সর্বশেষ অবস্থা দেখে নেওয়া হয়।
আরও পড়ুন: টিন শেডের বাড়িতে একাধিক জঙ্গি থাকতে পারে
আরও পড়ুন: আশপাশের ভবনে র্যাবের সতর্ক অবস্থান
আরও পড়ুন: জঙ্গি আস্তানায় ড্রোন পাঠানো হচ্ছে