রেলসেবা অ্যাপের কার্যক্রম দেখতে কমলাপুর স্টেশনে দুদক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রেলসেবা অ্যাপ নিয়ে অভিযোগ তদন্তে কমলাপুর স্টেশনের কর্মকর্তাদের সাথে কথা বলছেন দুদক কর্মকর্তা, ছবি: বার্তা২৪

রেলসেবা অ্যাপ নিয়ে অভিযোগ তদন্তে কমলাপুর স্টেশনের কর্মকর্তাদের সাথে কথা বলছেন দুদক কর্মকর্তা, ছবি: বার্তা২৪

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলসেবা অ্যাপের মাধ্যমে ৫০ ভাগ অগ্রিম টিকিট দেওয়ার কথা থাকলেও তা পাচ্ছেন না সাধারণ মানুষ। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (২২ মে) দুপুরে কমলাপুর রেলস্টেশনে অ্যাপের কার্যক্রম পরিদর্শন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পরিদর্শন শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, অ্যাপে টিকিটপ্রত্যাশীরা যখন ওয়েবসাইটে ঢুকছেন তখন সার্ভার ডাউন দেখাচ্ছে অর্থাৎ প্রসেসিং দেখাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি।

বিজ্ঞাপন

 রেলসেবা অ্যাপের কার্যক্রম দেখতে কমলাপুর স্টেশনে দুদক

তিনি জানান, অভিযোগের সত্যতার জন্য সিএনএস -এর অপারেশন জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি আশানুরূপ কোনো উত্তর দিতে পারেননি। এ ব্যাপারে আমরা কমলাপুরের স্টেশন ম্যানেজার এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছি। মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং কোনো কালোবাজারি শিকার যেন কেউ না হয়, সেটাই আমরা দেখব।

এ ব্যাপারে অনুসন্ধান করে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান দুদকের উপ-সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম।