টেকনাফের 'ইয়াবা আমিনের' বিরুদ্ধে দুদকের মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে টেকনাফের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ জুন) দুপুরে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিন ডবলমুরিং থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

বিজ্ঞাপন

তিনি জানান দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি করা হয়েছে।

মামলায় আমিনের বিরুদ্ধে ৩২ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জনে 'অসৎ উদ্দেশে তথ্য গোপন করে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদানের' অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

একইসঙ্গে জ্ঞাত আয় উৎসের সাথে সঙ্গতি না থাকা ছয় কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকা স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগও করা হয়েছে বলে হয় জানানো হয়।

গত ২২ মে দুদকের পক্ষ থেকে ইয়াবা আমিনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়। সম্পদের হিসাব চেয়ে তার স্ত্রীকেও নোটিশ দেওয়া হয়েছে।