অপপ্রচার বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিভাগীয় কমিশনার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে মতবিনিময় সভা/ ছবি: বার্তা২৪.কম

তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে মতবিনিময় সভা/ ছবি: বার্তা২৪.কম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার, গুজব বন্ধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। এক্ষেত্রে তিনি তথ্য মন্ত্রণালয়েরও সহায়তা কামনা করেন।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ের উদ্যাগে সভায় অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কমিটির সদস্যরা। এতে তথ্য কমিশনার সুরাইয়া বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আব্দুল মান্নান বলেন, ‘নির্বিঘ্নে মানুষের কাছে তথ্য প্রাপ্তি নিশ্চিতে সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ করেছে। কিন্তু প্রতিদিন অফিস শেষে রাতে দেখি স্পিকার, সাবেক ও বর্তমান মন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নামে বেনামে গুজব আর অসত্য তথ্য প্রচার করছে। দেশের প্রথম সারির গণমাধ্যমের মতো এদের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই।’

‘ভালো সংবাদের প্রতি মানুষের আগ্রহ নেই। ভালো বিষয়গুলোও সংবাদ হচ্ছে না। তাদের সম্পূর্ণ আগ্রহ ৯০ শতাংশ নেগেটিভের প্রতি। অনেকে বলছেন এটি দেশের বাইরে লন্ডন থেকে হচ্ছে। এক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় ও দেশের টেলিভিশন সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

বিভাগীয় কমিশনার বলেন, ‘দেশের নাগরিক হিসেবে আপনার স্বাধীনতা আছে, তাই বলে আপনি অন্যের চিন্তা, মতাদর্শকে আঘাত করতে পারেন না। কারও ক্ষতি কিংবা বিদ্বেষ ছড়াতে পারেন না। আমি এমন অবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর মনোযোগ আর্কষণ করব।’

সভায় বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশরনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার প্রশাসক, দুইজন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।