বরগুনায় গ্রেফতার ২, তদন্ত করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: বার্তা২৪.কম

বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, 'ঘটনাটি দুঃখজনক, পুলিশ তদন্ত করছে।'

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উইমেন পুলিশ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বরগুনার ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়ার প্রশ্নই আসে না। বর্তমান বাংলাদেশের পুলিশকে দশ বছর আগের পুলিশ ভাবলে হবে না। দেশে যতই বড় ঘটনা হোক না কেন, পুলিশ সেটা উদঘাটন করতে সক্ষম। ঘটনার পরে আমরা বসে নেই, তদন্ত হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা বাকিদের আটকের চেষ্টা চলছে। এরপর আপনাদের বিস্তারিত জানাতে পারব।’

বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, চট্টগ্রামে ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সংরক্ষিত আসনের সাংসদ ওয়াসিকা আয়সা খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) আমেনা বেগম, পুলিশ নারী কল্যাণ (পুনাক) সভাপতি হাবিকা জাবেদ বক্তব্য রাখেন। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুরর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মেডেল অব কারেজ ক্যাটাগরিতে র‍্যাব-৮ বরিশালের অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, এক্সিলেন্স ইন সার্ভিস ক্যাটাগরিতে রাজারবাগ বিশেষ শাখার পুলিশ সুপার মাহফুজা বেগম, পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) পুলিশ সুপার মিনা মাহমুদ, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (সিটিটিসি) মাহফুজা লিজা ও সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী পুরস্কার পান।

এছাড়া মেডেল অফ কমিউনিটি সার্ভিস ক্যাটাগরিতে বরগুনার নারী সহায়তা কেন্দ্রের এসআই জান্নাতুল ফেরদৌস ও মৌলভীবাজারের জেলা থেকে সংযুক্ত জরুরি সেবা ৯৯৯, টিঅ্যান্ডআইএম এর কনস্টেবল নুসরাত জাহান। পুলিশ সদর দফতরের এআইজি (স্বাস্থ্য ও শিক্ষা) তাপতুন নাসরীন পিসি কিপিং ক্যাটাগরিতে পুরস্কার পান।

২০১৬ সাল থেকে পুলিশ উইমেন অ্যাওয়ার্ড চালুর পরে এবারই পুরুষ পুলিশ সদস্য হিসেবে প্রমোশন অফ জেন্ডার সেনসিটিভিটি ক্যাটাগরিতে পুরস্কার পেলেন নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।