একজন জেলা প্রশাসকের সমস্যা সারা বাংলাদেশের

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

 

যখন একজন জেলা প্রশাসক তার অঞ্চলের সমস্যা নিয়ে কথা বলেন তখন ধরে নিতে হবে এটি গোটা বাংলাদেশের সমস্যা-বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম।

ডিসিরা মাঠে কাজ করতে গিয়ে কী সমস্যার কথা বলেছেন, এমন প্রশ্নের উত্তরে মঞ্জু বলেন, সেটা বলব না। তবে কুয়াকাটা পর্যটন কেন্দ্রে সমুদ্র পাড় ভেঙে যাচ্ছে বলে জানিয়েছেন পিরোজপুরের ডিসি। সেখানে বাঁধ নির্মাণ করা দরকার। পিরোজপুর অঞ্চলের নদ-নদীতে সামুদ্রিক লোনা পানি এসে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এটার জন্য ব্যবস্থা নিতে হবে।