আইনের খসড়া প্রকাশের দাবি যাত্রী কল্যাণ সমিতির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

 

ঢাকা: সম্প্রতি মন্ত্রীসভায় অনুমোদিত সড়ক পরিবহন আইন-২০১৮ এর খসড়া জনস্বার্থে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞাপন

রোববার (১২ আগস্ট) সংগঠনটির মহাসচিব মো.মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ হতে অভিযোগ করে বলা হয়, প্রস্তাবিত আইনে হাইকোর্টের নির্দেশনা অমান্য করা হয়েছে। দুর্ঘটনার সাজা মালিকও শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতাদের সঙ্গে সমঝোতা করে কমানো হয়েছে। তাই দ্রুত জনস্বার্থে সম্প্রতি মন্ত্রীসভায় অনুমোদিত সড়ক পরিবহন আইন-২০১৮ এর খসড়া ওয়েব সাইটে প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৮৫ সালের দণ্ড বিধিতে যে সংশোধনীর মাধ্যমে বেপরোয়া ও অবহেলা জনিত মোটরযান চালনার ফলে সংগঠিত সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি ৩ বছর কমিয়ে আনা হয়। পরে হাইকোর্ট ২০১৪ সালে তা অবৈধ ঘোষণা করেন। ওই অনুযায়ী এই অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ৭ বছর বহাল থাকার কথা।

অথচ গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নতুন প্রস্তাবিত আইনে তা ৫ বছর করায় কার্যত সাজা কমানোর প্রস্তাব করা হয়েছে।যা আন্দোলনকারী শিক্ষার্থীদের অথবা জনগণের দীর্ঘদিনের দাবীর প্রতিফলন হয়নি।

একই সঙ্গে সর্বোচ্চ আদালতের নির্দেশনা ও মতের সাথে সাংঘর্ষিক বলে দাবি করে সংগঠনটি।