১৫ আগস্টকে ঘিরে সুস্পষ্ট কোন হুমকি নেই: ডিএমপি কমিশনার
ঢাকা: জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ সহ রাজধানী জুড়ে থাকছে বিশেষ নিরাপত্তা। তবে এই দিনকে ঘিরে রাজধানীতে কোথাও সুস্পষ্ট কোন হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবসের উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর ঘুরে সার্বিক নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ধানমন্ডি ৩২ নাম্বারকে ঘিরে পুলিশের কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুরো এলাকায় সিসিটিভির আওতায় থাকবে। থাকবে র্যাব-পুলিশের ডগ স্কোয়াড। তাছাড়া তল্লাশি করেই সবাইকে ভিতরে প্রবেশ করানো হবে।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী জুড়ে যেসব সামাজিক অনুষ্ঠান ও কাঙালি ভোজের আয়োজন করা হবে। সেখানে যেকোন ধরনের নাশকতা এড়াতে সাদা পোশাকধারী পুলিশ সদস্য উপস্থিত থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, ১৫ আগস্টে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থানে চেকপোস্ট, ব্লক রেইডসহ সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আমরা। এই সময় পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সবাইকে আহবান জানান।