ট্রাফিক সপ্তাহের শেষদিনেও সক্রিয় মালিকরা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা:  ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে মালিক সমিতির অভিযান অব্যাহত আছে। এর সঙ্গে চুক্তিতে গাড়ি চালানো বন্ধে ভিজিলেন্স টিম গঠন করে অভিযান চালাচ্ছেন মালিকরা। মালিকরা নিজেরাই খুঁজে বিআরটিএকে ধরিয়ে দিচ্ছেন পরিবহন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে এ চিত্র দেখা গেছে। ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ নিজে নেতৃত্ব দিচ্ছেন এ অভিযানে।

তিনি জানান, যতদিন পর্যন্ত না পরিস্থিতি সুন্দর হয় ততদিন তাদের এ অভিযান চলবে।

বিজ্ঞাপন

এদিকে, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সপ্তাহের শেষদিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তৎপর দেখা গেছে ট্রাফিক পুলিশকে। পরীক্ষা করা হচ্ছে যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স।

কাগজপত্র না থাকলে মামলা ও জরিমানার পাশাপাশি যানবাহনের চালক ও পথচারীদের উদ্দেশে প্রচার করা হচ্ছে সচেতনতামূলক বার্তা। চলমান ট্রাফিক সপ্তাহে নবম দিন পযন্ত সারাদেশে প্রায় দেড় লাখ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

এসময় এসব যানবাহনকে ছয় কোটি ২৯ লাখ টাকার বেশি জরিমানা করা হয়। এছাড়া ছিল যানবাহন আটক ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা। ট্রাফিক সদস্য ছাড়াও স্কাউট দল এ কর্মসূচিতে অংশ নেয়।