শহিদুল আলমের জামিন শুনানি ১১ সেপ্টেম্বর
ঢাকা: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলায় জামিন আবেদন করেছেন তার আইনজীবী।
মঙ্গলবার (১৪ আগস্ট) বিকালে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে এ জামিন আবেদন করা হয়। আদালত আগামী ১১ সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ ধার্য করেছেন।
জামিনের আবেদন বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে জানান শহিদুল আলমের আইনজীবী জায়েদুর রহমান।
এর আগে গত ৬ আগস্ট শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আসামিকে কারা পাঠানোর আদেশ দেন আদালত।
উল্লেখ্য, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।