পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

  • আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও  তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ আগস্ট) পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যদের ভোটাভুটিতে ১৭৬ জন সদস্যের ভোট পেয়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তার প্রতিপক্ষ প্রধানমন্ত্রী প্রার্থী পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান শাহবাজ শরিফ পান ৯৬ সদস্যের ভোট।

বিজ্ঞাপন

ভোটাভুটির প্রক্রিয়া পরিচালনা করেন  জাতীয় পরিষদের নতুন স্পিকার আসাদ কায়সার।

শনিবার দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন ক্রিকেট বিশ্বের সাবেক এই তারকা।

গত ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ২৭২টির মধ্যে ১১৭টি আসন পায় পিটিআই। তবে নির্বাচনে জয় পেলেও সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ইমরানের দল পিটিআই। সরকার গঠনের জন্য দরকার ছিলো ১৩৭ আসন। এ কারণে ছোট ছোট দলের সমর্থন দরকার হয় ইমরান খানের।