কাঁচা চামড়া রফতানির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

  • স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: বার্তা২৪

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: বার্তা২৪

কাঁচা চামড়া রফতানির কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘কাঁচা চামড়া রফতানির কোনও পরিকল্পনা সরকারের নেই। কারণ, কাঁচা চামড়া রফতানি করা হলে দেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে। সরকার এ খাতের উন্নয়নে সবকিছু করবে।’

রোববার (২৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চামড়া নিয়ে যে সংকট হয়েছে তার মূল কারণ হচ্ছে সাভারে চামড়া কারখানাগুলো ঠিকভাবে চালু হয়নি। সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারও চালু হয়নি। প্লটের মালিকরা জমির মালিকানার দলিলও পায়নি। ব্যাংক থেকে ঋণ পায়নি। মূলত এসব কারণেই কিছু জটিলতা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, চামড়া বাংলাদেশের পাঁচটি রফতানি খাতের মধ্যে একটি অন্যতম খাত। গত বছর চামড়াকে প্রোড্ক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছিল। এরকম একটি সম্ভাবনাময় খাত যাতে কোনোভাবেই ধ্বংস হয়ে না যায় সেজন্য সরকার সতর্ক।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে কথা হয়েছে। এত সংকটের পরেও তারা চামড়া কিনবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে সাভারে ট্যানারি কারখানাগুলোতে যে সমস্যা আছে সেগুলোও সমাধান করা হবে। অপরদিকে যেহেতু ব্যাংক খুলেছে, কাজেই ব্যাংকের লেনদেনও ঠিকভাবে হবে। কাজেই চামড়া নিয়ে এই সংকট থাকবে না।’

এ বছর ঈদে নিত্যপণ্যের দাম বাড়েনি বরং কমেছে বলেও দাবি করেন মন্ত্রী।

সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কিভাবে হবে, তা সংবিধানেই আছে। সুতরাং এটি নিয়ে কোন বিতর্কের সুযোগ নেই। বিএনপি নির্বাচনে অংশ না নিলে ভুল করবে।